শনিবার ১৫ নভেম্বর ২০২৫ ১ অগ্রহায়ণ ১৪৩২
শনিবার ১৫ নভেম্বর ২০২৫
 
শিক্ষাঙ্গন
স্বতন্ত্রের জিতু ভিপি ও শিবিরের মাজহার জিএস, মেঘলা এজিএস নির্বাচিত





নিজস্ব প্রতিবেদক
Saturday, 13 September, 2025
7:49 PM
Update: 13.09.2025
8:19:28 PM
 @palabadalnet

ফল ঘোষণার পর জাকসুর নির্বাচিত জিএস মাজহারুল ইসলাম, ভিপি আব্দুর রশিদ জিতু ও এজিএস আয়েশা সিদ্দিকা মেঘলার উল্লাস। ছবি: সংগৃহীত

ফল ঘোষণার পর জাকসুর নির্বাচিত জিএস মাজহারুল ইসলাম, ভিপি আব্দুর রশিদ জিতু ও এজিএস আয়েশা সিদ্দিকা মেঘলার উল্লাস। ছবি: সংগৃহীত

জাবি: জাকসুর ভিপি পদে জয় পেয়েছেন আবদুর রশীদ জিতু। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন। তিনি স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেল থেকে নির্বাচন করেন তিনি। জিএস পদে জয় পেয়েছেন মাজহারুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের দপ্তর ও প্রকাশনা সম্পাদক। শিবির সমর্থিত প্যানেল সমন্বিত শিক্ষার্থী জোট থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন।

এজিএস (পুরুষ) ফেরদৌস আল হাসান ও এজিএস (নারী) আয়েশা সিদ্দিকা মেঘলা।

পরিবহন ও যোগাযোগ সম্পাদক নির্বাচিত হয়েছেন তানভীর রহমান।

খাদ্যনিরাপত্তা সম্পাদক হুসনি মোবারক।

সহ সমাজসেবা সম্পাদক তৌহিদ হাসান।

সমাজসেবা সম্পাদক আহসান লাবিব।

তথ্য প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক রাশেদুল ইসলাম।

সহ ক্রীড়া সম্পাদক (পুরুষ) মাহাদী হাসান।

সহ সমাজসেবা সম্পাদক (নারী) নিগার সুলতানা।

সহ ক্রীড়া সম্পাদক (নারী) ফারহানা আকতার।

সহ সাংস্কৃতিক সম্পাদক রায়হান উদ্দীন।

সাংস্কৃতিক সম্পাদক মহিবুল্লাহ শেখ।

সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জাহিদুল ইসলাম।

কার্যকরী সদস্য (নারী) পদে জয়ী তিনজন

কার্যকরী সদস্য (নারী) পদে বিজয়ী নুসরাত জাহান, নাবিলা বিনতে হারুন ও ফাবলিহা জাহান।

কার্যকরী সদস্য (পুরুষ) পদে জয়ী তিনজন

কার্যকরী সদস্য (পুরুষ) নির্বাচিত হয়েছেন: মোহাম্মদ আলী চিশতী, আবু তালহা, তরিকুল ইসলাম।

নির্বাচনে মোট ১১ হাজার ৭৪৩ জন নিবন্ধিত ভোটার ছিলেন। তাদের মধ্যে প্রায় ৬৭-৬৮ শতাংশ ভোট দিয়েছেন বলে জানায় নির্বাচন কর্তৃপক্ষ।

জাকসুতে ২৫টি এবং হল সংসদে ১৫টি পদ রয়েছে।

এর আগে সর্বশেষ জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯২ সালে।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com