বুধবার ২৪ ডিসেম্বর ২০২৫ ১০ পৌষ ১৪৩২
বুধবার ২৪ ডিসেম্বর ২০২৫
 
সারাবাংলা
সরকারি জমিতে শ্রমিক লীগের কার্যালয় শ্রমিক দলের দখলে, ভেঙে দিলো প্রশাসন





লালমনিরহাট প্রতিনিধি
Wednesday, 20 August, 2025
9:54 PM
 @palabadalnet

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

লালমনিরহাট: কালীগঞ্জ উপজেলায় সরকারি জমিতে অবৈধভাবে নির্মিত শ্রমিক দলের কার্যালয় ভেঙে দিয়েছে প্রশাসন।

আজ বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকিয়া সুলতানার নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এ সময় পুলিশ, আনসার ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘ দিন ধরে কালীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনের পাশে সরকারি জমিতে আধাপাকা ঘর নির্মাণ করে দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করে আসছিলেন উপজেলা শ্রমিক লীগের নেতাকর্মীরা। আওয়ামী লীগ সরকারের পতনের পর উপজেলা শ্রমিক দলের নেতাকর্মীরা ঘরটি দখলে নিয়ে দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করতে শুরু করেন।

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা শ্রমিক দলের সভাপতি বিপ্লব হাসান রুমেল বলেন, “উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাকে কোনো লিখিত নোটিশ দেওয়া হয়নি, শুধু মৌখিকভাবে জানানো হয়েছিল। এরপরই আমাদের কার্যালয় ভেঙে দেওয়া হলো, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

জাকিয়া সুলতানা বলেন, “সরকারি জমি দখল করে দলীয় কার্যালয় করা হয়েছিল। পাশেই বাউন্ডারি নির্মাণ করা হবে। একাধিকবার সতর্ক করার পরও জায়গাটি দখলমুক্ত না করায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।”

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com