রবিবার ২ নভেম্বর ২০২৫ ১৮ কার্তিক ১৪৩২
রবিবার ২ নভেম্বর ২০২৫
 
সারাবাংলা
গাইবান্ধায় ‘বাকিতে খাবার না দেওয়ায়’ হোটেল মালিককে গুলি





গাইবান্ধা প্রতিনিধি
Wednesday, 13 August, 2025
10:34 PM
 @palabadalnet

গোলাপ প্রামানিক। ছবি: সংগৃহীত

গোলাপ প্রামানিক। ছবি: সংগৃহীত

গাইবান্ধা: সাদুল্লাপুর উপজেলায় বাকিতে খাবার না দেওয়ায় হোটেল মালিক ওয়াসিম মিয়াকে (২২) গুলি করেছেন এক ভোক্তা। পুলিশ জানিয়েছে, তাকে বাঁচাতে গিয়ে সেলিনা বেগম (৪০) নামে এক নারীর পায়ে গুলিবিদ্ধ হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার খোদ্দকোমরপুর নাপিতের বাজারে এই ঘটনা ঘটে।

ওয়াসিম ও সেলিনা বর্তমানে গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজ উদ্দিন খন্দকার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

আহতদের বরাত দিয়ে তিনি বলেন, “সকাল সাড়ে ১১টার দিকে বৃষ্টি মধ্যে গোলাপ প্রামানিক (৩৫) নামে স্থানীয় এক যুবক ওয়াসিমের দোকানে গিয়ে খাবার বাকিতে চায়। ওয়াসিম বাকি দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়।”

“এক পর্যায়ে ওয়াসিমের পায়ে গুলি করে গোলাপ। ওয়াসিমকে বাঁচাতে গিয়ে সেলিনা নামে স্থানীয় এক নারীর পায়ে গুলি লাগে। সে সময় স্থানীয়রা এগিয়ে এলে গোলাপ পালিয়ে যায়,” বলেন তিনি।

গাইবান্ধা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. আসিফ উর রহমান বলেন, “ওয়াসিম ও সেলিনার উরুর মাংসে গুলির চিহ্ন রয়েছে। তবে আমরা কোনো বুলেট পাইনি। আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে, গুলি লেগে একজনের পায়ের মাংস ভেদ করে বের হয়ে গেছে, এবং অন্যজনের পায়ের চামড়াসহ মাংসে ক্ষত হয়েছে। তবে তারা কেউ গুরুতর আহত নন।”

এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন তাজ। তিনি আরও জানান, গোলাপকে ধরতে পুলিশের অভিযান চলছে।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com