বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫ ১৬ শ্রাবণ ১৪৩২
বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫
 
শিক্ষাঙ্গন
ডাকসু নির্বাচন ৯ সেপ্টেম্বর





নিজস্ব প্রতিবেদক
Tuesday, 29 July, 2025
5:00 PM
 @palabadalnet

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

আজ মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক সংবাদ সম্মেলনে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

তফসিল অনুযায়ী, খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে আগামীকাল বুধবার ৩০ জুলাই।

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে ১১ আগস্ট, মনোনয়নপত্র বিতরণ চলবে ১২-১৮ আগস্ট এবং মনোনয়নপত্র গ্রহণ ১৯ আগস্ট।

মনোনয়নপত্র বাছাই ২০ আগস্ট এবং প্রার্থী তালিকা প্রকাশ ২১ আগস্ট। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ২৫ আগস্ট পর্যন্ত। 

২৬ আগস্ট প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। ভোটগ্রহণের পরপরই ভোট গণনা হবে এবং ফল প্রকাশ করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক জসীম উদ্দিন এ তফসিল ঘোষণা করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় হল সংসদ গঠনতন্ত্র অনুযায়ী ১৩টি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। পদগুলো হলো—সহ সভাপতি, সাধারণ সম্পাদক, সহ সাধারণ সম্পাদক, সাহিত্য সম্পাদক, সংস্কৃতি সম্পাদক, পাঠকক্ষ সম্পাদক, অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক, বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক, সমাজসেবা সম্পাদক, সদস্যদের ৪টি পদ।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com