বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫ ১৬ শ্রাবণ ১৪৩২
বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫
 
শিক্ষাঙ্গন
একনেকে অনুমোদন পেল ঢাবির ২৮৪০ কোটি টাকার মেগা প্রকল্প





নিজস্ব প্রতিবেদক
Sunday, 27 July, 2025
9:15 PM
 @palabadalnet

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামগ্রিক অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে প্রস্তাবিত ‘ঢাকা বিশ্ববিদ্যালয় অধিকতর উন্নয়ন প্রকল্প ফেজ-১’ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) অনুমোদন দিয়েছে। প্রায় ২ হাজার ৮৪০ কোটি টাকার এই বৃহৎ প্রকল্পটি বাস্তবায়িত হবে আগামী পাঁচ বছরে-২০২৫ সালের জুলাই থেকে ২০৩০ সালের জুন পর্যন্ত।

রোববার (২৭ জুলাই) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেকের অর্থবছর ২০২৫–২৬-এর প্রথম সভায় এ প্রকল্প অনুমোদন দেওয়া হয়। ঢাবির রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ প্রকল্প অনুমোদনের বিষয়টি আমার দেশকে নিশ্চিত করেছেন। সভায় সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস। সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত চেহারা আমূল পাল্টে যাবে।

৪১টি বহুতল ভবন নির্মাণ

প্রকল্প অনুযায়ী, পুরনো ভবন ভেঙে নতুন করে মোট ৪১টি বহুতল ভবন নির্মাণ করা হবে। এর মধ্যে রয়েছে শিক্ষার্থীদের জন্য ১৬টি আবাসিক হল, ৮টি একাডেমিক ভবন, আবাসিক শিক্ষকদের জন্য ৯টি ভবন, প্রশাসনিক ভবন, মাল্টিপারপাস ভবন, মেডিকেল সেন্টার, কেন্দ্রীয় মসজিদ, গ্যালারি, ডরমেটরি এবং খেলাধুলার অবকাঠামোসহ বিভিন্ন স্থাপনা।

একাডেমিক অবকাঠামোর সম্প্রসারণ

কেন্দ্রীয় গ্রন্থাগারের পশ্চিম ও উত্তর পাশের ভবন ভেঙে ১২ তলা ও ৬ তলা দুটি ভবন নির্মাণ করা হবে। আইএসআরটি ও ফার্মেসি বিভাগের জন্য ১০ তলা ভবন নির্মাণের পাশাপাশি উদ্ভিদবিজ্ঞান বিভাগের নিজস্ব জায়গায় একটি তিনতলা ভবন গড়ে তোলা হবে। চারুকলা অনুষদের একাধিক ভবন ভেঙে ৫ তলা একটি একাডেমিক ভবন নির্মাণ করা হবে।

বিজনেস স্টাডিজ অনুষদের বর্তমান একতলা ভবন ভেঙে ‘বীর উত্তম শহীদ খাজা নিজামুদ্দিন ভূঁঞা এমবিএ টাওয়ার’ নামে ১০ তলা ভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রেস ভবন ও নীলক্ষেত পুলিশ ফাঁড়ি ভেঙে যথাক্রমে ১১ তলা ও পাঁচতলা ভবন নির্মাণ হবে।

ছাত্রদের জন্য ১০টি আবাসিক ভবন

শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, মাস্টার দ্য সূর্যসেন হল, ড. মুহাম্মদ শহীদুল্লাহ হল, হাজী মুহম্মদ মুহসীন হল এবং কুদরাত-ই-খুদা হোস্টেলের পুরনো ভবনগুলো ভেঙে নতুন করে ১০টি বহুতল ছাত্রাবাস নির্মাণ করা হবে। এসব ভবনে আবাসনের পাশাপাশি প্রতিটি হলে ২০টি ফ্ল্যাটবিশিষ্ট ১১ তলা শিক্ষক কোয়ার্টারও থাকবে।

ছাত্রীদের জন্য ৬টি আবাসিক হল

ছাত্রীদের আবাসিক সংকট নিরসনে শাহনেওয়াজ, শামসুন নাহার, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল এবং লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের জায়গায় ৬টি নতুন ছাত্রী হল নির্মাণ করা হবে। প্রতিটি হলেই ১১ তলা বিশিষ্ট শিক্ষক কোয়ার্টার নির্মাণের পরিকল্পনা রয়েছে।

শিক্ষকদের জন্য আবাসিক ভবন

শিক্ষকদের জন্য দক্ষিণ ফুলার রোডের পুরনো ভবন ভেঙে ১৫ তলা বিশিষ্ট একটি ভবন নির্মাণ করা হবে, যাতে থাকবে ১১২টি ফ্ল্যাট। মাস্টার দ্য সূর্যসেন হল ও মুহসীন হলের প্রভোস্ট বাংলোর জায়গায় দুটি তলা বিশিষ্ট উপ-উপাচার্যের বাংলো নির্মাণ করা হবে।

ডাকসু, প্রশাসনিক ভবন ও কেন্দ্রীয় মসজিদ

পুরোনো ডাকসু ভবন ভেঙে ১২ তলা একটি মাল্টিপারপাস ভবন নির্মাণ করা হবে। রেজিস্ট্রার ভবনের একাংশ ভেঙে ২০ তলা ও ৪ তলা দুটি প্রশাসনিক ভবন তৈরি হবে। একতলা ‘মসজিদুল জামিয়া’ ভেঙে সেখানে চারতলা বিশিষ্ট মসজিদ কমপ্লেক্স নির্মাণ করা হবে।

খেলার মাঠ ও আধুনিক ক্রীড়া অবকাঠামো

কেন্দ্রীয় খেলার মাঠে গ্যালারি, বাস পার্কিং, পরিচালকের অফিস, খেলোয়াড়দের ডরমেটরি নির্মাণসহ আধুনিক ক্রীড়া সুবিধা গড়ে তোলা হবে। মাঠের আয়তন ১০ হাজার ৯০০ বর্গমিটার, গ্যালারি ২ হাজার ৪০ বর্গমিটার এবং ডরমেটরি মিলিয়ে ৪ হাজার ৩২ বর্গমিটার হবে।

অন্যান্য অবকাঠামো ও পরিবেশ উন্নয়ন

শিববাড়ী আবাসিক এলাকার পুরোনো ভবন ভেঙে ৬ তলা শহীদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টার নির্মাণ করা হবে। বিশ্ববিদ্যালয় চত্বরে জলাধার সংস্কার ও সৌন্দর্যবর্ধনের পাশাপাশি ২৪ হাজার ৮২০ মিটার দীর্ঘ ড্রেনেজ ব্যবস্থা, রোড নেটওয়ার্ক, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা এবং পাবলিক টয়লেট স্থাপন করা হবে।

জাতীয় পর্যায়ে একনেকের অন্যান্য অনুমোদন

ঢাবির প্রকল্প ছাড়াও রোববারের একনেক সভায় আরও ১১টি প্রকল্প অনুমোদন পায়, যার মধ্যে রয়েছে- ফায়ার স্টেশন নির্মাণ, কোস্টগার্ডের লজিস্টিক সুবিধা, গ্রামীণ স্যানিটেশন, কর্ণফুলী নদীর খাল খনন, রেলপথ পুনর্বাসন, সেনানিবাসে অফিসার্স মেস, কন্দাল ফসল গবেষণা ও স্মার্ট মিটারিং প্রজেক্টসহ নানা উদ্যোগ।

সরকারি তহবিল, বৈদেশিক ঋণ ও নিজস্ব তহবিল মিলিয়ে এসব প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ১৪৯ কোটি টাকা।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com