ঢাকা: চলমান এইচএসসির স্থগিত পরীক্ষাগুলোর পরিবর্তিত সময়সূচি প্রকাশ করা হয়েছে।
পরিবর্তিত সূচি অনুযায়ী, সব বোর্ডের ২২ জুলাইয়ের স্থগিত পরীক্ষা ১৭ আগস্ট এবং ২৪ জুলাইয়ের পরীক্ষা ১৯ আগস্ট নেওয়া হবে।
বুধবার বিকেলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড পরিবর্তিত সময়সূচি প্রকাশ করেছে।
২২ জুলাইয়ের সব বোর্ডের রসায়ন দ্বিতীয় পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র, ইতিহাস দ্বিতীয় পত্র, গৃহ ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৭ আগস্ট।
২৪ জুলাইয়ের বোর্ডের অর্থনীতি প্রথম পত্র, প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্রথম পত্র পরীক্ষা ১৯ আগস্ট অনুষ্ঠিত হবে।
অন্যদিকে, কুমিল্লা বোর্ডের ১০ জুলাইয়ের পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা প্রথম পত্র পরীক্ষা আগামী ১২ আগস্ট অনুষ্ঠিত হবে।
এছাড়া, ঢাকা বোর্ডের অধীনে গোপালগঞ্জ জেলায় স্থগিত ১৭ আগস্টের ভূগোল দ্বিতীয় পত্র পরীক্ষা আগামী ১৪ আগস্ট অনুষ্ঠিত হবে।
সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা আগামী ২১ আগস্ট থেকে ৩১ আগস্টের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে শিক্ষাবোর্ড।