মঙ্গলবার ১ জুলাই ২০২৫ ১৭ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১ জুলাই ২০২৫
 
বিদেশ
ইরানে হামলা শুরু আমেরিকার





পালাবদল ডেস্ক
Sunday, 22 June, 2025
8:23 AM
Update: 22.06.2025
8:33:01 AM
 @palabadalnet

 মার্কিন প্রেসিডেন্ট সমাজ মাধ্যমে জানিয়েছেন, আমেরিকার এই ‘অভিযানের’ কথা।

মার্কিন প্রেসিডেন্ট সমাজ মাধ্যমে জানিয়েছেন, আমেরিকার এই ‘অভিযানের’ কথা।

ইরান-ইসরায়েল সংঘর্ষে অবশেষে জড়িয়েই পড়ল আমেরিকা। শনিবার (স্থানীয় সময়) ইরানের অন্তত তিনটি পারমাণবিক কেন্দ্রে হামলা চালাল আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আমেরিকার সেনাবাহিনী ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইসফাহানে অবস্থিত তিনটি পারমাণবিক কেন্দ্রে ‘সফল ভাবে’ হামলা চালিয়েছে। ট্রাম্পের দাবি, ‘অভিযান’-এর পরে সব মার্কিন বিমান আপাতত ইরানের আকাশসীমার বাইরে আছে। তিনি নিজের সমাজমাধ্যম ‘ট্রুথ-’-এ জানিয়েছেন, আমেরিকার এই ‘অভিযানের’ কথা।

ট্রাম্পের দাবি, ফোর্দোতে ‘গুচ্ছ’ বোমা নিক্ষেপ করে সমস্ত মার্কিন বিমান নিরাপদে দেশে ফিরেছে। আমেরিকান সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়ে ট্রাম্প লেখেন, অন্য কোনও দেশের সেনাবাহিনী এখনও পর্যন্ত এই ধরনের অভিযান চালাতে পারেনি। সমাজমাধ্যমেই ট্রাম্পের বার্তা, ‘এখন শান্তির সময় এসেছে।’

বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা গেছে, একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইরানে চালানো এ হামলায় যুক্তরাষ্ট্রের বি-২ স্টেলথ বোমারু বিমান অংশ নিয়েছে।

জানা গিয়েছে, আকাশপথে হানা দেওয়ার পরে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা হয়েছে আমেরিকার প্রেসিডেন্টের। ট্রাম্প বলেন, তিনি ও ইসরায়েলের প্রধানমন্ত্রী একটি দল হিসেবে কাজ করেছেন।

“আমি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ধন্যবাদ ও অভিনন্দন জানাতে চাই,” ট্রাম্প বলেন। “আমরা একটি দল হিসেবে কাজ করেছি, যেমনটা হয়তো আগে কোনো দল কখনো করেনি এবং আমরা ইসরায়েলের ওপর থাকা এই ভয়ংকর হুমকি দূর করতে অনেক দূর এগিয়ে গিয়েছি।”

উল্লেখ্য, ইরানকে আমেরিকা দু’সপ্তাহ সময় দিয়েছিল। ট্রাম্পের বার্তা ছিল, হয় কূটনৈতিক আলোচনা করে সমাধান নয়তো মার্কিন সেনার পদক্ষেপ নিয়ে আগামী দু’ সপ্তাহের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। গত শনিবারেও ট্রাম্প জানিয়েছিলেন, তিনি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তবে সেই সময়ের আগেই ইরানে আঘাত হানল আমেরিকা।

শনিবার বেশ কয়েকটি মার্কিন বোমারুকে দেখা গিয়েছিল মিসৌরির ওসাইটম্যান বিমান ঘাঁটি থেকে রওনা দিতে। ‘এয়ার ট্র্যাফিক কন্ট্রোল কমুউনিকেশনস’ দেখাচ্ছিল এই বোমারু বি২ বিমানগুলি প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে উড়ে যাচ্ছে। কিন্তু সেগুলির গন্তব্য কোথায় ছিল তা সম্পর্কে স্পষ্ট তথ্য ছিল না। তার কয়েক ঘণ্টার মধ্যেই ইরানে মার্কিন আক্রমণ।

শুক্রবার জেনেভা বৈঠকে আমেরিকার প্রতি ইরানের বার্তা ছিল, ইসরায়েল হামলা না থামালে আমেরিকার সঙ্গে ইউরেনিয়াম চুক্তি নয়। তার এক দিন পরেই দেখা গেল ইরানে আক্রমণ চালানোয় ইসরায়েলের ‘দোসর’ হয়েছে আমেরিকা। তবে শনিবার ইরানের পারমাণবিক কেন্দ্রগুলিতে আমেরিকা একাই হামলা চালিয়েছে বলে জানা গিয়েছে। শনিবার ট্রাম্প দাবি করেছিলেন, মাটির নীচে থাকা ইরানের পারমাণবিক কেন্দ্র ধ্বংস করার ক্ষমতা ইসরায়েলের নেই। তারপরেই নিজের ‘ক্ষমতা’ প্রদর্শন করলেন ট্রাম্প।

এদিকে, আনুষ্ঠানিকভাবে ফোর্দো, নাতাঞ্জ এবং ইসফাহানের হামলার কথা স্বীকার করেছে ইরান। দেশটির কর্মকর্তারা গণমাধ্যমে বিষয়টি জানিয়েছে।

সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, কোম প্রদেশের ক্রাইসিস ম্যানেজম্যান্টের মুখপাত্র মোর্তোজা হায়দারি বলেন, “ফোর্দো পারমাণবিক কেন্দ্রের একটি অংশ বিমান হামলার শিকার হয়েছে।”

ইসফাহানের নিরাপত্তা সংক্রান্ত উপ - গভর্নর আকবর সালেহি বলেছেন, “নাতাঞ্জ এবং ইসফাহানে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আমরা ইসফাহান ও নাতাঞ্জের পারমাণবিক স্থাপনার কাছে হামলা দেখেছি।”

অর্থাৎ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প যেসব পারমাণবিক কেন্দ্রে হামলা করার কথা দাবি করেছেন সেই তিনটি স্থানেই হামলার তথ্য নিশ্চিত করেছে ইরানিয়ান কর্মকর্তারা।

পারমাণবিক স্থাপনাগুলো এরই মধ্যে খালি করার কথা জানিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারকের ডেপুটি পলিটিক্যাল ডিরেক্টর হাসান আবেদিনি স্থানীয় সময়ে কিছুক্ষণ আগে মাত্র রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি উপস্থিত হয়েছেন।

তিনি বলেছেন, "“ইরান ‘কিছুক্ষণ আগে’ এই তিনটি পারমাণবিক স্থাপনা খালি করেছে।”

তিনি আরও বলেছেন, ট্রাম্প যা বলেছেন তা যদি সত্য হয়ও ইরান “বড় কোনো ক্ষতির সম্মুখীন হয়নি, কারণ পারমাণবিক কেন্দ্রের উপকরণগুলো ইতোমধ্যেই সরিয়ে নেওয়া হয়েছিল।"

এদিকে, ইরানে ট্রাম্পের হামলার সিদ্ধান্তের পর এ্রর পক্ষে - বিপক্ষে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা।

এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, তিনি চার-পাঁচবার শান্তির জন্য নোবেল পুরস্কার পেতে পারেন। ইরানে আক্রমণ চালানোর পরে ট্রাম্পকে সেই বক্তব্য নিয়ে কটাক্ষ করেছে ইরানের সেনাবাহিনী।

অন্য দিকে, ইরানের সঙ্গে সংঘাত অব্যাহত ইসরায়েলের। নেতানিয়াহু বাহিনীর মূল লক্ষ্য ইরানের পারমাণবিক ও সামরিক ঘাঁটি। সূত্রের খবর, ইসরায়েলের দিকেও কয়েক ডজন ড্রোন হামলা চালিয়েছে ইরান।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com