মঙ্গলবার ১ জুলাই ২০২৫ ১৭ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১ জুলাই ২০২৫
 
বিদেশ
হামলা-পাল্টা হামলা চলমান, নাগরিকদের দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইসরায়েল





পালাবদল ডেস্ক
Saturday, 21 June, 2025
3:52 PM
 @palabadalnet

ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংসের চেষ্টায় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ছবি: রয়টার্স

ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংসের চেষ্টায় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ছবি: রয়টার্স

ইরান-ইসরায়েল যুদ্ধ গড়িয়েছে নবম দিনে হামলা-পাল্টা হামলা চালাচ্ছে দেশ দুটি। এরই মধ্যে নিজ দেশের নাগরিকদের দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইসরায়েল।

আজ শনিবার ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস পরিচালিত ফার্স নিউজ এজেন্সির বরাতে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের কেন্দ্রীয় শহর ইসফাহানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এই শহরে ইরানের বৃহত্তম পারমাণবিক গবেষণা কমপ্লেক্স ‘ইসফাহান নিউক্লিয়ার টেকনোলজি সেন্টার’ অবস্থিত।

এর আগে ইরানের কোমে একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় ১৬ বছর বয়সী এক কিশোর নিহত ও আরও দুজন আহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম।

আজ ইরানের ইসফাহান, তেহরান ও তেহরানের কাছে মালার্ড শহরেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

অপরদিকে, ইসরায়েলে ইরানের হামলাও চলছে সমান্তরালে। যদিও ইসরায়েলি জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে, ইরানের হামলার পর ‘কোনও বড় ঘটনা ঘটেনি’।

ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) জরুরি পরিষেবা জানিয়েছে, “মধ্য ইসরায়েলে একটি ভবনের ছাদে আগুন লাগার ঘটনা ছাড়া কোনও বড় ঘটনার খবর পাওয়া যায়নি।”

এই যুদ্ধের নবম দিনের শুরুতেই ইসরায়েলের রাজধানী তেল আবিবে হামলা করেছে ইরান। আজ ইরান থেকে অন্তত ১০টি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে ইসরায়েলের দিকে।

রয়টার্স তাদের প্রতিবেদনে বলছে, গত সপ্তাহে ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত তীব্রতর হওয়ার পর শত শত মার্কিন নাগরিক স্থলপথ ব্যবহার করে ইরান ছেড়েছেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক না থাকায় মার্কিন নাগরিকরা হঠাৎ দেশ ছাড়তে গিয়ে জটিল পরিস্থিতিরও শিকার হয়েছেন।

এপির বরাতে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ইসরায়েলে নিজেদের দূতাবাস থেকে যুক্তরাষ্ট্র ৭৯ জন কর্মী ও তাদের পরিবারের সদস্যদের সরিয়ে নিয়েছে।

ইসরায়েলের প্রত্যাশার চেয়ে এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হতে যাচ্ছে। যার ফলে, ইসরায়েলি সেনাবাহিনী প্রধান তার দেশের নাগরিকদের বলেছে, এটি দীর্ঘস্থায়ী সংঘাত হতে পারে এবং সবারই প্রস্তুত থাকা উচিত।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগে বলেছিলেন, ইরানের শাসনব্যবস্থা পরিবর্তন তাদের লক্ষ্য নয়। তিনি ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করতে চান, যাতে তারা কোনো ধরণের পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে।

পরবর্তীতে সেই ঘোষণার বিপরীত সুর পাওয়া যায় দেশটির প্রতিরক্ষামন্ত্রীর কাছে। তিনি বলেন, ইরানের শাসনব্যবস্থার পরিবর্তনও পারমাণবিক কর্মসূচি ধ্বংসের অংশ হতে পারে।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com