বুধবার ২৫ জুন ২০২৫ ১১ আষাঢ় ১৪৩২
বুধবার ২৫ জুন ২০২৫
 
আইন-আদালত
হাইকোর্টে আপিল করার জন্য জুবাইদা রহমানের ৫৮৭ দিনের বিলম্ব মার্জনার আবেদন মঞ্জুর





নিজস্ব প্রতিবেদক
Tuesday, 13 May, 2025
11:11 PM
 @palabadalnet

জুবাইদা রহমান। ফাইল ছবি

জুবাইদা রহমান। ফাইল ছবি

ঢাকা: জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় তিন বছরের সাজার বিরুদ্ধে আপিল করতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান।

এজন্য জুবাইদা রহমানের ৫৮৭ দিনের বিলম্ব মার্জনা চেয়ে করা আবেদন মঞ্জুর করেছে আদালত।

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৮ সালের ২৬শে সেপ্টেম্বর সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা ও তার মা সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে কাফরুল থানায় মামলা করে দুনীতি দমন কমিশন (দুদক)।

দুর্নীতির ওই মামলায় ২০২৩ সালের দোসরা অগাস্ট তারেক রহমানকে নয় বছর এবং জুবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড দেয় বিচারিক আদালত।

একইসাথে আদালত তারেক রহমানের জ্ঞাত আয় বহির্ভূত প্রায় দুই কোটি ৭৫ লাখ টাকার সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আদেশ দেয়া হয়।

এছাড়া তারেক রহমানকে তিন কোটি ও তার স্ত্রীকে ৩৫ লাখ টাকা অর্থদণ্ড দেয় বিচারিক আদালত।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com