মঙ্গলবার ১৩ মে ২০২৫ ৩০ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ১৩ মে ২০২৫
 
স্পোর্টস
অপমান ও গালিগালাজের শিকার রিয়ালের তরুণ ফুটবলার





স্পোর্টস ডেস্ক
Monday, 12 May, 2025
11:28 PM
 @palabadalnet

বর্তমান সময়টা ফুটবলারদের জন্য, বিশেষ করে তরুণ প্রজন্মের খেলোয়াড়দের জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং। মাঠে শুধু সর্বোচ্চ পারফর্ম করলেই চলবে না-একই সঙ্গে সামলাতে হয় সামাজিক যোগাযোগমাধ্যমের নির্মম ও অমানবিক দিকটিও। এমনই অন্ধকার দিকের সবশেষ শিকার রিয়াল মাদ্রিদের তরুণ ফুটবলার ভিক্টর মুনোজ।

আগের দিন এল ক্লাসিকোতে বার্সেলোনার বিপক্ষে ম্যাচ দিয়ে সিনিয়র দলে তার অভিষেক ঘটে ২১ বছর বয়সী এই তরুণের। যা হওয়া উচিত ছিল তার ক্যারিয়ারের সবচেয়ে গর্বের মুহূর্ত। কিন্তু সেটাই দ্রুত রূপ নেয় তিক্ততায়।

ম্যাচের ৮৮তম মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের অস্বস্তির কারণে কোচ কার্লো আনচেলোত্তি মাঠে নামান মুনোজকে। পরের মিনিটেই পেয়ে যান স্বপ্নের মতো-নায়ক হয়ে ওঠার এক সুবর্ণ সুযোগ। কিলিয়ান এমবাপে নিখুঁত এক থ্রু পাসে বার্সার গোলরক্ষক ভয়চেখ শেজনিকে একা পেয়ে যান তিনি। কিন্তু প্রচণ্ড চাপের মুহূর্তে বলটি মারেন গোলবারের ওপর দিয়ে।

গোল মিস বরাবরই হতাশাজনক। কিন্তু এরপর যা ঘটেছে, তা আরও বেশি নিষ্ঠুর। ম্যাচ শেষে মুনোজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নামে গালাগালির ঝড়। পরিস্থিতি এতটাই নাজুক হয়ে ওঠে যে, তাকে বাধ্য হয়ে কমেন্ট অপশন বন্ধ করে দিতে হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম যে কতটা বিষাক্ত হয়ে উঠতে পারে তার আরও একটি উদাহরণ এই ঘটনা। উৎসাহ ও সহানুভূতির বদলে, সদ্য কৈশোর পার হওয়া এক তরুণকে জর্জরিত করা হয়েছে ঘৃণা ও কটাক্ষে, যারা নিজেরাও লুকিয়ে থাকেন বেনামী প্রোফাইলের আড়ালে।

উল্লেখ্য, মুনোজ ২০১৭ সালে বার্সেলোনার যুব দলে ক্যারিয়ার শুরু করেন। এরপর খেলেছেন সিএফ ডামের হয়ে এবং ২০২১-২২ মৌসুমে যোগ দেন রিয়াল মাদ্রিদের একাডেমিতে। দীর্ঘ পরিশ্রম ও নিষ্ঠার মাধ্যমে শেষ পর্যন্ত সিনিয়র দলে জায়গা করে নিয়েছেন এই তরুণ।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com