প্রথম ম্যাচে একশোর নিচে গুটিয়ে নিউজিল্যান্ডের কাছে উড়ে গিয়েছিলো পাকিস্তান। এবার একশো পার করতে পারলেও লড়াই জমাতে পারেনি তারা। লড়াইবিহীনভাবে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও হেরেছে তারা।
ডুনাডিনে মঙ্গলবার নিউজিল্যান্ড জিতেছে ৫ উইকেটে। এদিন বৃষ্টির কারণে ১৫ ওভারে নেমে আসে ম্যাচ। তাতে আগে ব্যাট করতে ৯ উইকেটে ১৩৫ রান তুলে পাকিস্তান। ১১ বল আগে ওই রান টপকে জিতে যায় স্বাগতিক দল। এতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ লিড নিয়ে নিয়েছে কিউইরা।
টস হেরে ব্যাট করতে নামা পাকিস্তান ১৯ রানেই হারায় দুই ওপেনারকে। মোহাম্মদ হারিস, হাসান নেওয়াজের পর ব্যর্থ হন ইরফান খান, খুশদিল শাহও। দলের বিপর্যয়ে এদিন দাঁড়িয়ে যান অধিনায়ক সালমান আঘা। তার ২৮ বলে ৪৬ রানের পর শাদাব খানের ১৪ বলে ২৬ ও শাহিন আফ্রিদির ১৪ বলে ২২ রানে লড়াইয়ের পুঁজি পায় সফরকারী দল।
রান তাড়ায় নিউজিল্যান্ড পায় দুর্দান্ত শুরু। টিম সেইফার্ট, ফিন অ্যালেন মিলে ৪.৪ ওভারেই যোগ করেন ৬৬ রান। সেইফার্ট ২২ বলে ৪৫ করে আউট হলে ভাঙে এই জুটি। অ্যালেন করেন ১৬ বলে ৩৮। তারা ফিরে গেলেও ম্যাচ হয়ে যায় সহজ। মাঝে মার্ক চাপম্যান, ড্যারেল মিচেল, জেমস নিশমরা রান নাপ পেলেও সমস্যা হয়নি। মিচেল হায়ের ১৬ বলে ২১ রানে তীরে ভিড়ে যায় দলটি।