বৃহস্পতিবার ২৭ মার্চ ২০২৫ ১৩ চৈত্র ১৪৩১
বৃহস্পতিবার ২৭ মার্চ ২০২৫
 
সারাবাংলা
কিশোরগঞ্জে হত্যা মামলায় ১৩ জনের যাবজ্জীবন





কিশোরগঞ্জ প্রতিনিধি
Wednesday, 26 February, 2025
5:29 PM
 @palabadalnet

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে হত্যা মামলার ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ বুধবার দুপুরে সিনিয়র দায়রা জজ মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-মজিবুর রহমান (৬৫), হাবিবুর রহমান (৬৩), মুখলেছ মিয়া (৩২), শামীম মিয়া (৪০), আরিফ মিয়া (৩১), রানা মিয়া (২৫), আমিনুল ইসলাম (৩৭), আব্দুর রাশিদ (৫৫), ফাইজুল ইসলাম (৫০), মনির উদ্দিন (২৯), শাহীন মিয়া (৪০), হাদিস মিয়া (৫০) ও কামরুল ইসলাম (২৯)।

তারা সবাই কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার ভাটিয়া মীরপাড়া এলাকার বাসিন্দা। রায় ঘোষণার সময় কামরুল ছাড়া সবাই উপস্থিত ছিলেন।

বিচারিক আদালতের কৌঁসুলি (পিপি) জালাল উদ্দিন দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। আসামিপক্ষে শুনানি করেন আলী আকবর শওকত।

জমি নিয়ে বিরোধের জের ধরে ২০২০ সালের এপ্রিলে আসামিরা একই এলাকার বাসিন্দা মনির মিয়াকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন। এর একদিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মনিরের মৃত্যু হয়।

ওই ঘটনায় মনিরের ছোট ভাই আইন উদ্দিন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছিলেন।

মামলার নথি অনুসারে, জমির সীমানা নির্ধারণ নিয়ে আইন উদ্দিনের সঙ্গে ফাইজুল ইসলাম ও হাদিস মিয়ার বিরোধ চলে আসছিল। ২০২০ সালের ১০ এপ্রিল তারা আইন উদ্দিনকে হত্যার হুমকি দেন।

ওই দিনই আসামিরা মনিরকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। তার চিৎকারে আইন উদ্দিনসহ আরও কয়েকজন এগিয়ে এলে আসামিরা তাদের মারধর করে। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। মনিরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আইন উদ্দিন ওই বছরের ১২ এপ্রিল ১৪ জনকে আসামি করে করিমগঞ্জ থানায় মামলা দায়ের করেন। তদন্তকারী কর্মকর্তা করিমগঞ্জ থানার তৎকালীন পুলিশ পরিদর্শক নাহিদ হাসান ৩০ সেপ্টেম্বর ১৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছিলেন।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2024
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com