বুধবার ২৬ মার্চ ২০২৫ ১২ চৈত্র ১৪৩১
বুধবার ২৬ মার্চ ২০২৫
 
স্পোর্টস
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন





নিজস্ব প্রতিবেদক
Sunday, 16 February, 2025
1:08 AM
Update: 16.02.2025
1:27:30 AM
 @palabadalnet

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পরিবর্তন করা হলো পল্টনের বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম। নতুন নামকরণ হয়েছে জাতীয় স্টেডিয়াম, ঢাকা।

শনিবার জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) এই স্টেডিয়ামের নাম বদলের নির্দেশনা দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। জাতীয় পর্যায়ে এই প্রথম কোনো স্টেডিয়ামের নাম পরিবর্তন করল অন্তর্বর্তীকালীন সরকার।

এনএসসি সচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, “উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে সংশ্লিষ্ট সকলের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক নির্মিত নিম্নোক্ত ক্রীড়া স্থাপনার নামকরণ নিম্নরুপে নির্দেশক্রমে নির্ধারণ করা হলো।”

১৯৫৪ সালে প্রতিষ্ঠিত স্টেডিয়ামটি ঢাকা স্টেডিয়াম নামে পরিচিত ছিল দীর্ঘদিন। রাষ্ট্রীয় বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠানের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ের অনেক প্রতিযোগিতা এই স্টেডিয়ামে হয়েছে।

শুরুতে বাংলাদেশের দুই প্রধান ক্রীড়া ডিসিপ্লিন ক্রিকেট ও ফুটবল এখানে ভাগাভাগি করে অনুষ্ঠিত হতো। পরে ক্রিকেট এই স্টেডিয়াম থেকে সরে যায় মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এই স্টেডিয়ামের নাম বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম নামকরণের প্রস্তাবনা দেওয়া হয়। এরপর ১৯৯৮ সালে সেটার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যে বেশ কিছু স্টেডিয়ামের নাম বদল করেছে। উপজেলা পর্যায়ে ১৫০টি স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয় ১২ ফেব্রুয়ারি। এগুলো শেখ রাসেল মিনি স্টেডিয়াম নামে পরিচিত ছিল। সংশ্লিষ্ট উপজেলার নামে সেগুলোর নতুন নামকরণ হয়েছে।

এছাড়া, এনএসসি গত বছরের নভেম্বরে টাঙ্গাইল জেলা স্টেডিয়ামের নাম পরিবর্তন করে শহীদ মারুফ স্টেডিয়াম এবং কুষ্টিয়া জেলা স্টেডিয়ামকে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম রাখে।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2024
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com