বৃহস্পতিবার ২৭ মার্চ ২০২৫ ১৩ চৈত্র ১৪৩১
বৃহস্পতিবার ২৭ মার্চ ২০২৫
 
সারাবাংলা
অবৈধ ৬৭ রাউন্ড গুলিসহ ডিবির ২ কনস্টেবল গ্রেফতার





ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
Thursday, 13 February, 2025
12:43 AM
Update: 13.02.2025
2:17:05 AM
 @palabadalnet

ব্রাহ্মণবাড়িয়া: শটগানের অবৈধ ৬৭ রাউন্ড গুলিসহ ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) দুই কনস্টেবলকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গ্রেফতার দুজন হলেন-শাখাওয়াত হোসেন ও সোহরাব হোসেন।

বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইকবাল হোছাইন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শহরের কাউতলী এলাকার একটি বাসায় তারা দুজন ভাড়া থাকতেন। মঙ্গলবার ভোররাতে জেলা গোয়েন্দা শাখার একটি দল অভিযান চালিয়ে তাদের আটকের পর ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করে।

“অবৈধ গুলি ছাড়াও তাদের বাসা থেকে ২৭ পিস ভারতীয় শাড়ি ও একটি রয়েল এনফিল্ড মোটরসাইকেল জব্দ করা হয়েছে,” বলেন ইকবাল।

তিনি আরও বলেন, “তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে। আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।”

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2024
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com