আন্দোলনের পর পর্যায়ক্রমে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা দিয়েছে সরকার। ফাইল ছবি
ঢাকা: প্রাথমিক বিদ্যালয়ের মতো মাদ্রাসা শিক্ষা বোর্ডের নিবন্ধনভুক্ত সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে বলে ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার সচিবালয়ে বৈঠক শেষে বিকেলে ৪টার দিকে শাহবাগে এই ঘোষণা দেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের যুগ্ম সচিব এসএম মাসুদুল হক।
শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে ইবতেদায়ি শিক্ষকদের প্রতিনিধি দলের বৈঠক শেষে পরবর্তী পরিস্থিতি নিয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
যুগ্ম সচিব এসএম মাসুদুল হক বলেন, “আপনাদের এক নম্বর দাবি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ইন্সটিটিউট কর্তৃক স্টাডি রিপোর্টের আলোকে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণের ঘোষণা। আমরা নীতিগতভাবে একমত যে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা, বাংলাদেশের সকল ইবতেদায়ি মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে।”
তিনি জানান, স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা রেজিস্ট্রেশন স্থগিতাদেশ ২০০৮ প্রত্যাহার করার যে দাবি ছিল মাদ্রাসা শিক্ষকদের তাও বাস্তবায়ন হবে।
মাসুদুল হক বলেন, “আমরা ২০২৫ সালে এবতেদায়ী মাদ্রাসা নতুন এমপিওভুক্তি করার যে নীতিমালা করেছি সেটা পর্যালোচনা পর্যায়ে আছে। আগামী ৩১ জানুয়ারির মধ্যে আমরা সেটা দাখিল করার জন্য বলেছি। এবং মার্চ মাসের মধ্যে এটা চালু করবো। সেখানে রেজিস্ট্রেশন আদেশ প্রত্যাহার হবে।”
গতকাল সোমবার স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন আন্দোলনরত ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকেরা।
মঙ্গলবার সকাল থেকে শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা।
এর আগে রোববার দুপুরে ঢাকার শাহবাগে ছয় দফা দাবিতে এই মাদ্রাসা শিক্ষকদের পদযাত্রা কর্মসূচিতে বাধা দেয় পুলিশ। পুলিশের হামলায় কয়েকজন আহতও হয়।