বুধবার ১৪ মে ২০২৫ ৩১ বৈশাখ ১৪৩২
বুধবার ১৪ মে ২০২৫
 
শিক্ষাঙ্গন
আন্দোলনের মুখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি-প্রোভিসি-ট্রেজারারকে অব্যাহতি





পালাবদল ডেস্ক
Tuesday, 13 May, 2025
10:49 PM
Update: 14.05.2025
12:44:29 AM
 @palabadalnet

অধ্যাপক শুচিতা শরমিন, গোলাম রব্বানি ও মামুনুর রশিদ। ছবি: সংগৃহীত

অধ্যাপক শুচিতা শরমিন, গোলাম রব্বানি ও মামুনুর রশিদ। ছবি: সংগৃহীত

ঢাকা: শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারারকে অব্যাহতি দিয়েছে সরকার।

আজ মঙ্গলবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের তিনটি পৃথক প্রজ্ঞাপনে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।

একইসঙ্গে, অন্তর্বর্তী সময়ের জন্য ভারপ্রাপ্ত উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমতিক্রমে উপাচার্য ড. শুচিতা শারমিন, উপ-উপাচার্য ড. গোলাম রব্বানি এবং ট্রেজারার ড. মামুন অর রশিদকে অব্যাহতি দেওয়া হলো।

অপর একটি প্রজ্ঞাপনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. তৌফিক আলমকে অন্তর্বর্তী সময়ের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে।

উপাচার্যের অপসারণের দাবিতে গত প্রায় এক মাস ধরে আন্দোলন করছিলেন শিক্ষার্থীরা। 

শিক্ষার্থীরা বলেন, “ভিসি স্বৈরাচারী কায়দায় বিশ্ববিদ্যালয় পরিচালনা করছিলেন। শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা-জিডি করেছেন, ফ্যাসিবাদী দোসরদের পুনর্বাসন করেছেন।”

গতকাল সোমবার দুপুরে শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করে। 

পরে রাতেই কয়েকজন শিক্ষার্থী অনশন ধর্মঘট শুরু করেন এবং অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা করে।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com