মঙ্গলবার ১৩ মে ২০২৫ ৩০ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ১৩ মে ২০২৫
 
শিক্ষাঙ্গন
শিক্ষক লাঞ্ছনার অভিযোগে কুয়েটের ৩৭ শিক্ষার্থীকে শোকজ





নিজস্ব প্রতিবেদক
Monday, 12 May, 2025
11:16 PM
 @palabadalnet

কুয়েট শিক্ষার্থীদের মানববন্ধন। ছবি: সংগৃহীত

কুয়েট শিক্ষার্থীদের মানববন্ধন। ছবি: সংগৃহীত

খুলনা: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) শিক্ষক লাঞ্ছনার ঘটনায় ৩৭ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

আজ সোমবার দেওয়া এ নোটিশে ওই শিক্ষার্থীদের আগামী ১৫ মে বিকেল ৫টার মধ্যে লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে। 

কুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড. আব্দুল্লাহ ইলিয়াস আক্তার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, গত ১৯ ফেব্রুয়ারি কুয়েট সিন্ডিকেট সভায় গঠিত তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী এই শিক্ষার্থীদের বিরুদ্ধে ৭টি অভিযোগ আনা হয়, যার মধ্যে শিক্ষক লাঞ্ছনার অভিযোগ অন্যতম।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরুর ষষ্ঠ দিনেও ক্লাসে ফেরেননি শিক্ষকরা। অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া পর্যন্ত শিক্ষকরা ক্লাস ও পরীক্ষায় অংশ না নেওয়ার সিদ্ধান্তে অনড় আছেন। 

তারা জানিয়েছেন, আগামী বৃহস্পতিবারের মধ্যে দাবি পূরণ না হলে প্রশাসনিক দায়িত্ব থেকেও বিরত থাকবেন।

অন্যদিকে ক্লাস শুরুর দাবিতে আজ সকালে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে মানববন্ধন করে শিক্ষার্থীরা।

মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, প্রায় তিন মাস ধরে কুয়েটের একাডেমিক কার্যক্রম অচল হয়ে আছে। তারা চান একাডেমিক কার্যক্রম দ্রুত চালু হোক, ক্লাস পরীক্ষা হোক।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com