বুধবার ১৫ জানুয়ারি ২০২৫ ২ মাঘ ১৪৩১
বুধবার ১৫ জানুয়ারি ২০২৫
 
সারাবাংলা
পুলিশ দেখে পালালেন তাহেরী





ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
Sunday, 15 December, 2024
11:13 PM
 @palabadalnet

ব্রাহ্মণবাড়িয়া: বিজয়নগর উপজেলার চর ইসলামপুর এলাকায় একটি মাহফিলে মাওলানা গিয়াস উদ্দিন তাহেরীকে গ্রেপ্তার করতে অভিযান চালিয়েছে পুলিশ। এসময় মাহফিল ছেড়ে পালিয়ে যান তাহেরী। 

পুলিশ জানিয়েছে, এসময় তাদের ৩টি গাড়ি ভাঙচুর করা হয়েছে। 

এরআগে গত শুক্রবার বিকেলে আখাউড়ায় তাহেরী সমর্থকদের হামলায় পুলিশ সদস্য আহত হলে তাহেরীসহ ১৫ জনকে আসামী করে মামলা করে পুলিশ। এরপর শনিবার রাতে উপজেলার চর ইসলামপুর এলাকায় মাওলানা গিয়াস উদ্দিন তাহেরীকে মাহফিল চলাকালে ধরতে সেখানে পুলিশ অভিযান চালায়। 

পুলিশ জানায়, এসময় তাহেরী সমর্থকরা পুলিশের উপর চড়াও হয়। তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ে এবং পুলিশের একটি এবং সেখানে থাকা আরো একটি মাইক্রোবাস ও সিএনজি ভাঙচুর করে। এসময় কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়। 

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আলী জানান, পুলিশের কোনো রকম অনুমতি না নিয়েই গিয়াস উদ্দিন তাহেরীর সমর্থকরা মাহফিলের আয়োজন করে। মাহফিলে সরকারবিরোধী বিভিন্ন উস্কানি দিতে থাকে। 

খবর পেয়ে পুলিশ সেখানে আখাউড়া থানার একটি দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার করতে গেলে তাহেরীর সমর্থকরা পুলিশের ওপর হামলা চালায়। এতে ৬ পুলিশ সদস্য আহত হয়। আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। 

এ ঘটনায় এখন পর্যন্ত ৬ জনকে আটক করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। 

এর আগে গত শুক্রবার বিকেলে নিলাখাদ গ্রামের ধনু মিয়ার বাড়ির সামনের জমিতে তাহেরীর ওয়াজ মাহফিল চলাকালে বিনা অনুমতিতে ও বিনা নোটিশে তা আয়োজন করার অভিযোগে পুলিশের মোগড়া ইউনিয়নের দায়িত্বরত বিট অফিসার এস.আই আবির আহমেদ ও এসআই মো. বাবুল মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে বেলা পৌনে চারটার দিকে সেখানে যায়। সেসময় পুলিশের ওপর হামলা হলে এস আই বাবুল আহত হন। 

এ ঘটনায় তাহেরীসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা হয়। পুলিশ উপজেলার নিলাখাদ গ্রামের সোনা মিয়ার ছেলে হানিফ মিয়া (৬০), মোগড়ার গোলাম মোস্তফার ছেলে গোলাম সামদানী শিবলী (৫০) ও একই এলাকার জহির মিয়ার ছেলে রিমন (২১) কে গ্রেপ্তার করে।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2024
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]