বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১ ফাল্গুন ১৪৩১
বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি ২০২৫
 
সারাবাংলা
নীলফামারীতে আসাদুজ্জামান নূরসহ ২০২ জনের বিরুদ্ধে হত্যা মামলা





নীলফামারী প্রতিনিধি
Wednesday, 23 October, 2024
2:31 PM
 @palabadalnet

আসাদুজ্জামান নূর। ফাইল ছবি

আসাদুজ্জামান নূর। ফাইল ছবি

নীলফামারী: সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরসহ ২০২ জনের বিরুদ্ধে নীলফামারীতে একটি হত্যা মামলা হয়েছে।

আজ মঙ্গলবার নীলফামারীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করা হয়। 

মামলার বাদী ২০১৩ সালের ১৪ ডিসেম্বর সদর উপজেলার টুপামারী বাজারে সহিংসতার ঘটনায় নিহত কৃষক সিদ্দিক আলীর ছেলে মো. লিটন রহমান।

মামলায় অভিযোগ করা হয়, ২০১৩ সালের ১৪ ডিসেম্বর বিকেল ৩টার দিকে রামগঞ্জ বাজারে আওয়ামী লীগের এক হাজার থেকে ১৫০০ লোক আক্রমণ করে বেধরক মারপিট আরম্ভ করে। কৃষক সিদ্দিক আলী বাজারে গুরুতর আহত হয়ে রাস্তায় আসাদুজ্জামান নূরের গাড়িচাপায় মারা যান। 

এটি আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে দায়ের করা দ্বিতীয় হত্যা মামলা। একই দিনের ঘটনায় নিহত বিএনপি নেতা গোলাম রব্বানীর স্ত্রী সুখধন গ্রামের বাসিন্দা শাহানাজ বেগম গত ১৫ সেপ্টেম্বর আসাদুজ্জামান নূরকে আসামি করে ৪২ জনের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা করেছেন।

পালাবদল/এসএ

 


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2024
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]