বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪ ২১ অগ্রহায়ণ ১৪৩১
বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪
 
সারাবাংলা
ময়মনসিংহ রেলস্টেশনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যাত্রীর মৃত্যু





ময়মনসিংহ ব্যুরো
Thursday, 22 February, 2024
5:51 AM
 @palabadalnet

ময়মনসিংহ: ময়মনসিংহ রেলস্টেশনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক যাত্রী নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।

নিহত গোপাল পাল নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার পালবাড়ি এলাকার বাসিন্দা।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, সন্ধ্যা সন্ধ্যা ৭টার দিকে মোহনগঞ্জ থেকে ঢাকাগামী মহুয়া কমিউটার ট্রেন ময়মনসিংহ রেলস্টেশনের তিন নম্বর লাইনে দাঁড়ায়। এক যাত্রী ট্রেন থেকে নেমে রেলস্টেশনের অপর প্রান্তে পরিত্যক্ত বগির পেছনে গেলে ছিনতাইকারী তার বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

ওসি জানান, চিৎকার শুনে অন্য যাত্রীরা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি জাহাঙ্গীর আলম আরো বলেন, মরদেহ মর্গে আছে। চিন্তাকারীদের ধরতে অভিযানে চলছে।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2024
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]