শনিবার ২৭ সেপ্টেম্বর ২০২৫ ১২ আশ্বিন ১৪৩২
শনিবার ২৭ সেপ্টেম্বর ২০২৫
 
বিদেশ
আমেরিকাকে শায়েস্তা করতে কিমের অস্ত্র হ্যাকিং!





পালাবদল ডেস্ক
Monday, 23 October, 2023
12:40 AM
 @palabadalnet

তথ্য-প্রযুক্তি কর্মীদের দিয়ে আমেরিকার কোটি কোটি টাকা আত্মসাৎ। সেই অর্থেই পরমাণু অস্ত্র বহণে সক্ষম ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র বানাচ্ছেন উত্তর কোরিয়ার সুপ্রিম লিডার কিম জং-উন। ওয়াশিংটনের রক্তচাপ বাড়িয়ে এই রিপোর্ট দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। যা হাতে আসতেই চোখ কপালে উঠেছে বাইডেন প্রশাসনের।

এফবিআইয়ের দাবি, মার্কিন সংস্থাগুলির সঙ্গে চুক্তিভিত্তিতে দীর্ঘদিন ধরেই কাজ করছেন উত্তর কোরিয়ার হাজার হাজার তথ্য প্রযুক্তি কর্মী। এরাই তাদের আয়ের একাংশ অতি গোপনে পাঠাচ্ছেন পিয়ংইয়ংয়ে। যা ক্ষেপণাস্ত্র তৈরির কাজে ব্যবহার করছেন কিম। প্রতি বছর এভাবেই লাখ লাখ মার্কিন ডলার উত্তর কোরিয়ার কোষাগারে জমা পড়ছে বলে জানিয়েছেন মার্কিন গোয়েন্দারা।

চলতি সপ্তাহে সেন্ট লুইসে সংবাদমাধ্যমের মুখোমুখি হলো এফবিআইয়ের কর্তা-ব্যক্তির। তাদের দাবি, মার্কিন সংস্থায় চুক্তিভিত্তিক কাজ পেতে নাম পরিবর্তন করছেন উত্তর কোরিয়ার আইটি ইঞ্জিনিয়াররা। শুধু তাই নয়, অস্ত্র ভাণ্ডার পরিপূর্ণ রাখতে কিমই তাদের কাজের ছুতোয় পাঠাচ্ছেন আমেরিকার তথ্য-প্রযুক্তি সংস্থায়।

মার্কিন গোয়েন্দাদের কথায়, তাদের চোখে ধুলো দিতে নতুন একটি পন্থা অবলম্বন করছেন কিম। আইটি ইঞ্জিনিয়ারদের প্রথমে চীন ও রাশিয়ায় পাঠানো হচ্ছে। সেখানে পাকাপাকিভাবে থেকে যাচ্ছেন তারা। এভাবেই দূরে বসে ফ্রিল্যান্স ভিত্তিতে মার্কিন তথ্য প্রযুক্তি সংস্থাগুলির হয়ে কাজ করছেন উত্তর কোরিয়ার তথ্য প্রযুক্তি কর্মীরা।

“উদ্বেগের বিষয় হলো ফ্রিল্যান্স হিসেবে নিযুক্ত এই সমস্ত কর্মীরা খুব সহজেই অনেক কিছু অ্যাক্সেস পেয়ে যাচ্ছেন। বাড়ির ওয়াই-ফাই কানেকশান হস্তগত করা তাদের কাছে জলভাত। এটার উপর ভিত্তি করে হ্যাকিংয়ের মাধ্যমে ডলার চুরি করার প্রবণতাও রয়েছে তাদের।” জানিয়েছেন সেন্ট লুইসের গোয়েন্দা কর্তা।

উল্লেখ্য চলতি বছরে দেড় মিলিয়ান মার্কিন ডলার পাচার হওয়া আটকে দেয় এফবিআই। এই অর্থ পিয়ংইয়ং পাঠাতে মোট ১৭টি ডোমেইন ব্যবহার করা হচ্ছিল। সেগুলিও বাজেয়াপ্ত করেছেন গোয়েন্দারা।

গত বছরের সেপ্টেম্বরে পরমাণু হাতিয়ারের সংখ্যা বৃদ্ধির কথা ঘোষণা করেন কিম। এরপরই আমেরিকার সঙ্গে রাষ্ট্রটির সম্পর্ক একেবারে তলানিতে পৌঁছায়। যদিও ওয়াশিংটনের লালচোখ উড়িয়ে ২০২২-র শেষ থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছেন উত্তর কোরিয়ার সুপ্রিম লিডার। এফবিআইয়ের দাবি, ওই সময় থেকেই মার্কিন ডলার পাচারের পরিমাণ বেড়েছে। গত ফেব্রুয়ারিতে হ্যাকিংয়ের মাধ্যমে এক বিলিয়ান মার্কিন ডলার কিমের কোষাগারে ঢুকেছে বলে খবর মিলেছে।- সংবাদ সংস্থা

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com