বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১০ আশ্বিন ১৪৩২
বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর ২০২৫
 
সাইটেক
প্রতিমাসে ৫ ডলার দিলে বিজ্ঞাপন ছাড়া টিকটকে ভিডিও দেখা যাবে





পালাবদল ডেস্ক
Wednesday, 4 October, 2023
12:38 PM
 @palabadalnet

বর্তমানে বিশ্বজুড়ে প্রায় শতকোটি ব্যবহারকারী রয়েছেন টিকটকের। চীনের ভিডিওনির্ভর সামাজিক যোগাযোগমাধ্যমটিতে ছোট আকারের মজার ভিডিও পোস্ট করে তারকা বনে গেছেন অনেকে। কিন্তু টিকটকে বিজ্ঞাপনের কারণে সব সময় স্বচ্ছন্দে ভিডিও দেখা যায় না। এ সমস্যা সমাধানে বিজ্ঞাপন ছাড়া ভিডিও দেখার সুযোগ চালু করতে যাচ্ছে টিকটক। তবে মুফতে নয়, বিজ্ঞাপন ছাড়া ভিডিও দেখার জন্য প্রতিমাসে গুনতে হবে ৫ ডলার।

বর্তমানে ১৮ বছরের বেশি বয়সী ব্যবহারকারীদের অনলাইন আচরণ বিশ্লেষণ করে বিজ্ঞাপন প্রদর্শন করে থাকে টিকটক। এর ফলে অনেকেই বিরক্ত হন। তাই অর্থের বিনিময়ে বিজ্ঞাপন ছাড়া ভিডিও দেখার সুবিধা চালুর উদ্যোগ নিয়েছে টিকটক। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র ছাড়া অন্য যেকোনো দেশে পরীক্ষামূলকভাবে এ সুবিধা চালু করা হবে। তবে বিশ্বের সব দেশে এ সুবিধা মিলবে কি না, সে বিষয়ে কোনো তথ্য জানায়নি টিকটক।

সম্প্রতি আয়ের পরিমাণ বাড়াতে সার্চ ফলাফলেও বিজ্ঞাপন দেখানোর উদ্যোগ নিয়েছে টিকটক। নতুন এ বিজ্ঞাপনব্যবস্থা চালু হলে টিকটকে ভিডিও সার্চ করলেই ফলাফলের সঙ্গে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেখতে বাধ্য হবেন ব্যবহারকারীরা। এরই মধ্যে সার্চ ফলাফলে বিজ্ঞাপন দেখানোর জন্য বিজ্ঞাপনদাতাদের কাছে বার্তাও পাঠিয়েছে টিকটক। সূত্র: বিবিসি

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com