রবিবার ১২ অক্টোবর ২০২৫ ২৭ আশ্বিন ১৪৩২
রবিবার ১২ অক্টোবর ২০২৫
 
প্রতিরক্ষা
১০০টি নতুন যুদ্ধবিমান পাবে ভারতীয় বিমান বাহিনী





পিটিআই
Sunday, 27 August, 2023
11:23 PM
 @palabadalnet

নতুন তেজস যুদ্ধবিমান পাচ্ছে ভারতীয় বিমান বাহিনী। ছবি: সোপা ইমেজেস

নতুন তেজস যুদ্ধবিমান পাচ্ছে ভারতীয় বিমান বাহিনী। ছবি: সোপা ইমেজেস

ফ্রান্সের তৈরি রাফাল এসেছে। কিন্তু ভারতীয় বিমান বাহিনীর সবচেয়ে বেশি যুদ্ধবিমান এখনো রাশিয়ার তৈরি মিগ। ছয় দশক ধরে ভারতীয় বিমানবাহিনী এই যুদ্ধবিমান ব্যবহার করছে। মিগ নিয়ে বিভিন্ন সময় একাধিক অভিযোগও উঠেছে। মিগ ক্র্যাশ করার ঘটনাও ঘটেছে বার বার। মিগের পরিবর্তে তেজস যুদ্ধবিমান বিমানবাহিনীর হাতে তুলে দেয়ার কাজ কিছুদিন আগেই শুরু হয়েছে। এবার পাওয়া যাবে অত্যাধুনিক প্রযুক্তির তেজস মার্ক ওয়ান-এ যুদ্ধবিমান। এই বিমান তৈরির দায়িত্ব দেয়া হয়েছে ভারতীয় সংস্থা হিন্দুস্তান অ্যারোনেটিক্যাল লিমিটেড বা হ্যালকে।

মোট ১০০টি তেজস মার্ক ওয়ান-এ তৈরির বরাত দেয়া হয়েছে হ্যালকে। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে এই তথ্য জানানো হয়েছে।

বায়ুসেনার তরফে জানানো হয়েছে, আগামী কয়েকবছরের মধ্যে সব মিলিয়ে ৩০০টি তেজস যুদ্ধবিমান কেনা হবে। বস্তুত, ২০২১ সালে ভারতের মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি ৮৩টি তেজস কেনার অনুমতি দিয়েছিল। তখন থেকেই তেজসের বাণিজ্যিক উৎপাদন শুরু হয়।

তেজসের ৬৫ শতাংশ যন্ত্রাংশ ভারতে তৈরি। দেশীয় প্রযুক্তিতে তৈরি এই বিমান চীনের জেএফ-১৭ যুদ্ধবিমানের সঙ্গে তুলনীয়। এই বিমানে 'অস্ত্র' নামের ক্ষেপণাস্ত্র রাখা যাবে। এছাড়াও মাঝ আকাশে তেল ভরা, এএসআই বা অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যানড রেডার থাকবে এই বিমানে। ভারতের বাইরে মালয়েশিয়া এই বিমান কেনার জন্য ভারতের সঙ্গে যোগাযোগ করেছে।

পালাবদল/এসএফ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com