সোমবার ৩ নভেম্বর ২০২৫ ১৯ কার্তিক ১৪৩২
সোমবার ৩ নভেম্বর ২০২৫
 
আইন-আদালত
জামিন পেলেন সেই রিকশাচালক





নিজস্ব প্রতিবেদক
Sunday, 17 August, 2025
7:59 PM
 @palabadalnet

 আজিজুর রহমান। ছবি: সংগৃহীত

আজিজুর রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানী ধানমন্ডি ৩২ নম্বরে ১৫ আগস্ট উপলক্ষে শ্রদ্ধা জানাতে গিয়ে গ্রেফতার রিকশাচালক আজিজুর রহমানকে জামিন দিয়েছেন ঢাকার একটি আদালত।

আজ রোববার জামিন আবেদন করলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম তার জামিন মঞ্জুর করেন।

জেনারেল রেকর্ডিং অফিসার (জিআরও) সাব-ইন্সপেক্টর আবুল বাশার এ তথ্য নিশ্চিত করেন।

গত ১৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরে মারধরের শিকার হন আজিজুর। পরবর্তীতে তাকে জুলাই গণঅভ্যুত্থানের সময়ের একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখায় পুলিশ। সেই মামলায় শনিবার ঢাকার একটি আদালত তাকে কারাগারে পাঠায়।

মামলার এজাহার অনুযায়ী, গত বছরের ৪ আগস্ট আন্দোলনের সময় মামলার বাদী আরিফুল ইসলাম নিউমার্কেট থেকে সায়েন্সল্যাবমুখী মিছিলে অংশ নিয়েছিলেন। দুপুর আনুমানিক আড়াইটার দিকে আসামি (আজিজুর) গুলি চালান এবং পেট্রল বোমা ও হাতবোমা নিক্ষেপ করেন। একটি গুলি আরিফুলের পিঠে লাগে এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুই মাস চিকিৎসা নিয়ে তিনি সুস্থ হন।

গত ২ এপ্রিল আরিফুল বাদী হয়ে ওই ঘটনায় ধানমন্ডি থানায় একটি হত্যাচেষ্টার মামলা দায়ের করেন।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com