মঙ্গলবার ৯ ডিসেম্বর ২০২৫ ২৫ অগ্রহায়ণ ১৪৩২
মঙ্গলবার ৯ ডিসেম্বর ২০২৫
 
শিক্ষাঙ্গন
৩৩ বছর পর হচ্ছে জাকসু নির্বাচন, ভোট ১১ সেপ্টেম্বর





সাভার প্রতিনিধি
Sunday, 10 August, 2025
10:57 PM
 @palabadalnet

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু ভবন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু ভবন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েরও কেন্দ্রীয় ছাত্র সংসদ বা জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে জাকসু নির্বাচন।

রোববার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্র সংসদ নির্বাচনের সদস্য সচিব অধ্যাপক একেএম রাশিদুল আলম এই তফসিল ঘোষণা করেন।

এ উপলক্ষে আজই খসড়া ভোটার তালিকা ও আচরণবিধি প্রকাশ করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নির্বাচনে অংশ নিতে আগামী ১৮ ও ১৯ শে অগাস্ট মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন প্রার্থীরা।

মনোনয়ন যাচাই বাছাই শেষে খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে আগামী ২৫শে অগাস্ট।

নির্বাচনে অংশ নেয়া প্রার্থীরা আগামী ২৯ অগাস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত নির্বাচনি প্রচারণা চালাতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মো. মনিরুজ্জামান এই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন।

১৯৭২ সালে জাকসু প্রতিষ্ঠার পর ওই বছরই হয় প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। সর্বশেষ নির্বাচন হয়েছিল প্রায় ৩৩ বছর আগে ১৯৯২ সালে। এরপর আর জাহাঙ্গীরনগরের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় নি।

ছাত্র–জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর জাকসু নির্বাচনের দাবিতে ক্যাম্পাসে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, আমরণ অনশনসহ নানা কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে অবশেষে নির্বাচনের তারিখ ঘোষণা করলো বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এর আগে গত জুলাইয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

পালাবদল/এমএম


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com