বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫ ১৬ শ্রাবণ ১৪৩২
বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫
 
রাজধানী
মিরপুর ডিওএইচএসে ডাকাতি, দুই সাবেক সেনা সদস্যসহ গ্রেফতার ৪





নিজস্ব প্রতিবেদক
Monday, 21 July, 2025
2:03 PM
 @palabadalnet

ঢাকা: রাজধানীর মিরপুর ডিওএইচএসের একটি বাসায় ডাকাতির পর পালানোর সময় পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে একজন সাবেক লেফটেন্যান্ট ও একজন সাবেক করপোরাল আছেন বলে জানিয়েছে পুলিশ।

পল্লবী থানার ওসি শফিউল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, তাদের কাছ থেকে স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন, ল্যাপটপ ও কিছু ইয়াবা উদ্ধার করা হয়েছে।

ওসি জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হবে।

গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে মিরপুর ডিওএইচএসের ১১ নম্বর রোডের একটি ফ্ল্যাটে ডাকাতির ঘটনা ঘটে। বাসাটি একজন অবসরপ্রাপ্ত মেজরের।

পুলিশ জানায়, পাঁচজন ব্যক্তি নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে বাসায় ঢুকে বিভিন্ন মূল্যবান জিনিসপত্র ব্যাগে ভরে নিয়ে যায়।

এ সময় স্থানীয় হারুনুর রশীদ তাদের দেখে সন্দেহ করেন এবং 'চোর চোর!' চিৎকার করতে করতে তাদের মোটরসাইকেলে ধাওয়া করেন। একপর্যায়ে ডাকাতদের গাড়িটি মিরপুর-১২ এর এনডিসি চেকপোস্টে আটক করা হয়।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com