বুধবার ২১ মে ২০২৫ ৭ জ্যৈষ্ঠ ১৪৩২
বুধবার ২১ মে ২০২৫
 
রাজনীতি
হান্নান মাসউদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে এনসিপি





নিজস্ব প্রতিবেদক
Wednesday, 21 May, 2025
11:34 AM
Update: 21.05.2025
11:35:49 AM
 @palabadalnet

ঢাকা: মুচলেকা দিয়ে থানা থেকে তিনজনকে জামিনে বের করে আনায় জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি’র সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে তার দল। আগামী তিন কার্যদিবসের মধ্যে তার লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

বুধবার সকালে এনসিপির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরে এ শোকজ নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে বলা হয়, মঙ্গলবার ধানমন্ডির একটি আবাসিক এলাকায় ‘সমন্বয়ক’ পরিচয়ে বিশৃঙ্খলা করার অভিযোগে তিনজন ব্যক্তিকে আটক করে ধানমন্ডি থানা পুলিশ। উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কেন্দ্রীয় কমিটি কর্তৃক উক্ত তিনজনের অন্যতম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, মোহাম্মদপুর থানার আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বিকে নৈতিকতা স্থলনজনিত কারণে অব্যাহতি প্রদান করা হয়। এ সত্ত্বেও আব্দুল হান্নান মাসউদ সংশ্লিষ্ট থানায় উপস্থিত হয়ে আটক তিনজনের মুচলেকা প্রদান করে থানা থেকে তাদেরকে জামিন করিয়েছেন।

এ ঘটনার প্রেক্ষিতে তার ব্যাখ্যা এবং তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার লিখিত বিবরণ আগামী তিন দিনের মধ্য শৃঙ্খলা কমিটির প্রধানের কাছে উপস্থাপনের নির্দেশও দেওয়া হয়েছে নোটিশে।

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেছেন, “এই ঘটনাটি এনসিপি নেতিবাচকভাবে দেখেছে। বিষয়টি দলের জন্যও বিব্রতকর। তার কাছে এ নিয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে”।

এর আগে সোমবার রাতে ধানমন্ডিতে এক প্রকাশককে ‘স্বৈরাচারের দোসর’ আখ্যা দিয়ে তার বাসার সামনে অবস্থান নিয়ে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিনজন সমন্বয়ক। পরে ধানমন্ডি থানা পুলিশ তাদের আটক করে।

তাদেরকে থানা থেকে ছাড়িয়ে আনার কারণেই মাসউদকে শোকজ করেছে তার দল।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com