বুধবার ২১ মে ২০২৫ ৭ জ্যৈষ্ঠ ১৪৩২
বুধবার ২১ মে ২০২৫
 
রাজনীতি
উপদেষ্টা পরিষদ গঠনের জন্য এনসিপির সার্চ কমিটি





নিজস্ব প্রতিবেদক
Saturday, 17 May, 2025
8:08 PM
Update: 17.05.2025
8:10:56 PM
 @palabadalnet

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) লোগো

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) লোগো

ঢাকা: দলের উপদেষ্টা পরিষদ গঠনের জন্য সার্চ কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সার্চ কমিটির মাধ্যমে শিক্ষক, সাংবাদিক, পেশাজীবীসহ দেশের বিভিন্ন অঙ্গনের অভিজ্ঞ মানুষদের দলে নিয়ে আসতে চায় জুলাই গণ–অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের উদ্যোগে গঠিত রাজনৈতিক দলটি।

গত বৃহস্পতিবার এনসিপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১২ সদস্যের এই কমিটি গঠনের কথা জানানো হয়। দলের আহ্বায়ক নাহিদ ইসলামের অনুমোদনে এই কমিটি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সার্চ কমিটির সমন্বয়কারী করা হয়েছে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনকে। সদস্য করা হয়েছে দলের নেতা তাজনূভা জাবীন, সুলতান মোহাম্মদ জাকারিয়া, আতিক মুজাহিদ, অর্পিতা শ্যামা দেব, খালেদ সাইফুল্লাহ, আলাউদ্দীন মোহাম্মদ, মোশফিকুর রহমান জোহান, মীর আরশাদুল হক, মাওলানা সানাউল্লাহ খান, দিলশানা পারুল ও খান মুহাম্মদ মুরসালীনকে।

এই কমিটিতে থাকা দুজন নেতা বলেন, আগামী এক মাসের মধ্যে উপদেষ্টা পরিষদ চূড়ান্ত করার চেষ্টা করবে সার্চ কমিটি। শিক্ষক, সাংবাদিক, পেশাজীবীসহ দেশের বিভিন্ন অঙ্গনের অভিজ্ঞ মানুষদের তারা এনসিপিতে নিয়ে আসতে চান। এনসিপির নেতাদের তারুণ্যের সঙ্গে অভিজ্ঞ মানুষদের অভিজ্ঞতার সমন্বয় ঘটানো গেলে ভালো কিছু হবে বলে তারা মনে করেন।

পালাবদল/এসএফ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com