বুধবার ২১ মে ২০২৫ ৭ জ্যৈষ্ঠ ১৪৩২
বুধবার ২১ মে ২০২৫
 
রাজনীতি
দিল্লির গোলামি থেকে মুক্ত হয়েছি ওয়াশিংটনের গোলামির জন্য নয়: মামুনুল হক





ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
Saturday, 17 May, 2025
8:07 PM
 @palabadalnet

আজ শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চে খেলাফত মজলিসের গণসমাবেশে মাওলানা মামুনুল হক। ছবি: সংগৃহীত

আজ শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চে খেলাফত মজলিসের গণসমাবেশে মাওলানা মামুনুল হক। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া: বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, দিল্লির দাসত্ব ও গোলামি থেকে মুক্ত হয়েছি ওয়াশিংটনের গোলামির জন্য নয়। বাংলার এক ইঞ্চি মাটিও ভিনদেশিকে ব্যবহার করতে দেওয়া হবে না।

আজ শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চে বাংলাদেশ খেলাফত মজলিস জেলা শাখার উদ্যোগে আয়োজিত গণসমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জুলাই ও শাপলা চত্বর গণহত্যাসহ সব হত্যাকাণ্ডের বিচার, ব্রাহ্মণবাড়িয়াসহ সারাদেশে হেফাজতের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহারের দাবিতে এই গণসমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে মাওলানা মামুনুল হক বলেন, “বাংলাদেশের মানুষের ইতিহাস আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের ইতিহাস। এ দেশের মানুষ বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে দিল্লির আধিপত্য বাংলার মানুষ বরদাশত করে না। শেখ হাসিনা যখন দিল্লির এজেন্ডা বাস্তবায়নে যুদ্ধ ঘোষণা করেছেন, তখন আমরা রক্ত দিয়ে সেই যুদ্ধে জয়ী হয়েছি।”

ব্রাহ্মণবাড়িয়া খেলাফত মজলিসের আমির মো. হাফেজ আবদুল আজিজের সভাপতিত্বে গণসমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা রেজাউল করিম জালালী প্রমুখ।

পালাবদল/এসএফ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com