ভারতের পক্ষে যুদ্ধবিরতির তথ্য জানান পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। ছবি: সংগৃহীত
পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতির সিদ্ধান্ত নিয়েছে ভারত। পূর্ব ঘোষণা মোতাবেক শনিবার সন্ধ্যা ৬টায় সাংবাদিক বৈঠকে আসেন পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। তিনি বলেন, “আজ বিকেল ৫টা থেকে ভারত আর পাকিস্তান সব ধরনের সংঘর্ষ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে।” মাত্র ১ মিনিটের জন্য স্থায়ী হয়ে এই বিশেষ সাংবাদিক বৈঠকটি।
পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি জানান, শনিবার দুপুর ৩টে ৩৫ মিনিটে ভারতীয় সেনার ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন (ডিজিএমও)-কে ফোন করেন পাকিস্তানের ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন (ডিজিএমও)। তার পর দু’পক্ষই গোলাগুলি এবং সামরিক অভিযান বন্ধ করার সিদ্ধান্ত নেয় বলে জানিয়েছেন তিনি।
বিক্রম মিশ্রি বলেন, “পাকিস্তানের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি (ডিজিএমও) পাকিস্তানের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন (ডিজিএমও)-কে আজ বিকেল ৩টে ৩৫-এ ফোন করেছিলেন। দুই পক্ষ জল, স্থল এবং আকাশপথে সমস্ত ধরনের গোলাগুলি এবং সামরিক অভিযান বন্ধ করতে সম্মত হয়েছে। বিকেল ৫টা থেকে এটি কার্যকর হবে।”
কী বললেন জয়শঙ্কর
জয়শঙ্কর সমাজমাধ্যমে লেখেন, “আজ ভারত এবং পাকিস্তান সামরিক অভিযান এবং গোলাগুলি বন্ধ করার বিষয়ে একটি বোঝাপড়ায় এসেছে।” একই সঙ্গে তিনি লেখেন, “ভারত ধারাবাহিক ভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় এবং আপসহীন অবস্থান নিয়ে এসেছে। এটি বজায় থাকবে।”