চট্টগ্রাম: ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গত বছরের ২৬ নভেম্বর আদালত ভবনে সংঘর্ষ, ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় কোতোয়ালী থানায় দায়ের করা আরও চারটি মামলায় আদালত গ্রেফতার দেখিয়েছেন।
আজ মঙ্গলবার মামলার তদন্তকারী কর্মকর্তারা চিন্ময়কে ওই মামলাগুলোতে গ্রেফতার দেখানোর জন্য আবেদন করার পর চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদ এই আদেশ দেন।
নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকায় শুনানিটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) রায়হানুল ওয়াজেদ চৌধুরীও বিষয়টি নিশ্চিত করেন।
এই চারটি মামলাসহ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলা মিলিয়ে মোট পাঁচটি মামলায় চিন্ময়কে গ্রেফতার দেখানো হলো।
অ্যাডভোকেট রায়হানুল বলেন, “২৬ নভেম্বরের সংঘর্ষের সময় আদালত ভবন চত্বরে ভাঙচুর, পুলিশ ও সাধারণ মানুষের ওপর হামলা, ককটেল বিস্ফোরণ এবং পুলিশের সরকারি দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে পুলিশ তিনটি এবং আলিফের ভাই একটি মামলা দায়ের করেন। সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তারা (আইও) চিন্ময়কে গ্রেফতার দেখানোর আবেদন জমা দিলে আদালত ভার্চুয়াল শুনানির পর তাকে ওই মামলাগুলোতে গ্রেফতার দেখান।~”
গত বছরের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত চত্বরে চিন্ময়ের অনুসারীরা আইনজীবী আলিফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। এর আগের দিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছ থেকে গ্রেফতার হওয়া চিন্ময়কে ৩১ অক্টোবর দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর পর এই হামলার ঘটনা ঘটে।