দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসান। বহুমুখী প্রতিভার জন্য পরিচিত এই অভিনেত্রী। সম্প্রতি তিনি জিতেশ পিল্লাইয়ের সঙ্গে ফিল্মফেয়ার উইথ দ্য রিং-এ অংশ নেন। সেখানে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেন।
সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে শ্রুতি বলেন, আমি যে ভালোবাসা চেয়েছিলাম, তা পেতে কয়েকবার ব্যর্থ হয়েছি।
শ্রুতি জোর দিয়ে জানান, সম্পর্ক-বিচ্ছেদ নিয়ে তার মধ্যে কোনো অনুশোচনা কাজ করে না। তবে মাঝে মাঝে আবেগ কাজ করে। তিনি অতীতের কথা ভেবে আবেগপ্রবণ হয়ে ওঠেন। যাইহোক, তিনি কাউকে দোষারোপ করেননি।
তিনি মনে করেন, সব মানুষ এক রকম হন না। প্রত্যেক সম্পর্কের এক ধরনের অন্তর্মুখী যাত্রা থাকে।
তার ভাষ্য, “সম্পর্কগুলো নিজেকে চিনতে শিখিয়েছে, এর বেশি কিছু শিখিনি।”
ব্যক্তি জীবনের বাইরে শ্রুতি বিয়ে নিয়েও বেশ সোচ্চার। বিভিন্ন সাক্ষাত্কারে তিনি বরাবরই এসব বিষয়ে কথা বলেন তিনি। তিনি কোনো বন্ধনের চেয়ে সম্পর্ককে বেশি অগ্রাধিকার দেন। তার মতে, “আমি সম্পর্ক ভালোবাসি। সম্পর্কে থাকতে পছন্দ করি।“
শ্রুতি হাসান বহুমুখী প্রতিভা দিয়ে তার ভক্তদের মাতিয়ে রেখেছেন। অভিনয় ও সংগীত উভয় ক্ষেত্রেই ক্যারিয়ারের ভারসাম্য বজায় রেখেছেন। তার ক্যারিয়ারে ড্যাফনে স্মন পরিচালিত ব্রিটিশ সাইকোলজিক্যাল থ্রিলার ‘দ্য আই’-তে তার আন্তর্জাতিক অভিষেক একটি উল্লেখযোগ্য মাইলফলক। অভিনয়ের সঙ্গে শ্রুতির সংগীত যাত্রাও সমান বর্ণাঢ্য। প্লেব্যাক গাওয়ার বাইরে, তিনি তার রক ব্যান্ডের প্রধান কণ্ঠশিল্পী। এর বাইরে তিনি জুয়েলার্স, লয়েড অ্যাপ্লায়েন্সেস ও সোলথ্রেডসের মতো ব্র্যান্ডের সঙ্গে কাজ করছেন।