বুধবার ৩০ এপ্রিল ২০২৫ ১৭ বৈশাখ ১৪৩২
বুধবার ৩০ এপ্রিল ২০২৫
 
সারাবাংলা
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু





গাজীপুর ব্যুরো
Monday, 28 April, 2025
5:44 PM
 @palabadalnet

রইজ উদ্দিন। ছবি: সংগৃহীত

রইজ উদ্দিন। ছবি: সংগৃহীত

গাজীপুরে: গাজীপুরের পূবাইলে এক কিশোরকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার এক ইমাম কারাগারে মারা গেছেন। আজ সোমবার ভোরে গাজীপুর জেলা কারাগারে মারা যান তিনি।

মারা যাওয়া রহিজ উদ্দিন (৩৫) গাজীপুর মহানগরীর হায়দরাবাদ আখলাদুল জামে মসজিদের ইমাম ছিলেন।

গতকাল রোববার সকালে হায়দরাবাদ এলাকায় কিশোরকে ধর্ষণের অভিযোগে রহিজ উদ্দিনকে গাছে বেঁধে গণপিটুনি দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে থানায় নিয়ে আসে।

পূবাইল থানার ওসি কামরুজ্জামান জানান, ধর্ষণের অভিযোগে এলাকাবাসী গাজীপুর মহানগরীর হায়দরাবাদ আখলাদুল জামে মসজিদের ইমাম ও খতিব রহিজ উদ্দিনকে আটক করে। পরে উত্তেজিত জনতা তাকে গাছে বেঁধে গণপিটুনি দেয়।

তিনি বলেন, ভুক্তভোগী কিশোরের বাবা বাদী হয়ে ধর্ষণের মামলা দায়ের করেছে। রহিজ উদ্দিনকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়।

জেল সুপার রফিকুল কাদের জানান, রোববার সন্ধ্যা ৭টার দিকে তাকে কারাগারে পাঠানো হয়। অসুস্থ থাকায় তাকে কারা হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হয়। আজ ভোর রাত পৌনে ৩টার দিকে তাকে জরুরিভিত্তিতে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2024
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com