বুধবার ৩০ এপ্রিল ২০২৫ ১৭ বৈশাখ ১৪৩২
বুধবার ৩০ এপ্রিল ২০২৫
 
স্পোর্টস
কোপার ফাইনালে বালদেকে পাচ্ছে না বার্সা!





স্পোর্টস ডেস্ক
Sunday, 13 April, 2025
5:52 PM
 @palabadalnet

আত্মঘাতী গোলে কোনোমতে জয়। তাতে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে পরিষ্কার ৭ পয়েন্ট ব্যবধান বাড়িয়েছে বার্সেলোনা। কিন্তু সৌভাগ্যের এই জয় অস্বস্তি নিয়ে মাঠ ছেড়ে দলটি। চোটে পড়েছেন তরুণ ডিফেন্ডার আলেহান্দ্রো বালদে। তাতে কোপা দেল রে'র ফাইনালে তাকে পাওয়া নিয়ে বড় শঙ্কায় পড়েছে ব্লুগ্রানারা।

লেগানেসের মাঠে চোটের কারণে ম্যাচের প্রথমার্ধ শেষ হওয়ার আগেই মাঠ ছাড়তে হয়েছিল বালদেকে। সে সময়, বক্সের কিনারায় আলতি পড়ে গেলে স্বাগতিক দল পেনাল্টির আবেদন জানায়। তখনই বালদে হালকা পেশীর অস্বস্তি অনুভব করেন এবং আর উঠতে পারেননি। তার মুখে যন্ত্রণার চেয়ে যেন হাল ছেড়ে দেওয়ার অভিব্যক্তি ছিল, বুঝতে পেরেছিলেন কিছু একটা ঠিক নেই।

স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দিপোর্তিভোর সংবাদ অনুযায়ী, মাঠেই সহকারী চিকিৎসকদের বালদে বলে ফেলেন, "আমার ছিঁড়ে গেছে।" এরপর মাঠে নামানো হয় জেরার্দ মার্তিনকে এবং সম্ভবত আগামী চ্যাম্পিয়নস লিগে ডর্টমুন্ডের বিপক্ষেও খেলবেন এই তরুণ।

আজ রোববার, সিউতাত এস্পোরতিভায় তার আরও কিছু পরীক্ষা হবে। তবে ‘কাতালুনিয়া রেডিও’র প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, ধারণা করা হচ্ছে তিনি হ্যামস্ট্রিং চোটে আক্রান্ত, যা তাকে কমপক্ষে দুই থেকে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে রাখতে পারে। এর ফলে কেবল ইউরোপিয়ান টুর্নামেন্টই নয়, তিনি হয়তো কোপা দেল রে ফাইনাল থেকেও ছিটকে পড়তে পারেন।

মৌসুমের একদম গুরুত্বপূর্ণ মুহূর্তে-যখন লা লিগার শিরোপা, চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল এবং ২৬ এপ্রিলের কোপা দেল রে ফাইনাল সামনে-তখন এমন এক ইনজুরি নিঃসন্দেহে দলের জন্য বড় ধাক্কা।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2024
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com