বুধবার ৩০ এপ্রিল ২০২৫ ১৭ বৈশাখ ১৪৩২
বুধবার ৩০ এপ্রিল ২০২৫
 
সারাবাংলা
অস্ত্র দেখিয়ে স্থানীয় নেতাদের হুমকি দিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা সিরাজুল হক





জামালপুর প্রতিনিধি
Thursday, 3 April, 2025
11:26 PM
 @palabadalnet

আগ্নেয়াস্ত্র দেখিয়ে নেতাকর্মীদের হুমকি দিচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী সিরাজুল হক। ছবি: ভিডিও থেকে নেওয়া

আগ্নেয়াস্ত্র দেখিয়ে নেতাকর্মীদের হুমকি দিচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী সিরাজুল হক। ছবি: ভিডিও থেকে নেওয়া

জামালপুর: প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র দেখিয়ে দলীয় নেতাকর্মীদের হুমকি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী সিরাজুল হক।

জামালপুর জেলা বিএনপির কার্যালয়ে গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সিরাজুল হক একদল অনুসারী নিয়ে কার্যালয়ে প্রবেশ করে নেতাকর্মীদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করেন। একপর্যায়ে তিনি আগ্নেয়াস্ত্র দেখান এবং দলীয় নেতাকর্মীদের হুমকি দেন।

ঘটনার পরপরই বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে বক্তব্য জানতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ারেস আলী মামুনকে বেশ কয়েকবার ফোন করা হলেও তিনি ধরেননি। মেসেজ পাঠালেও তিনি জবাব দেননি।

জানতে চাইলে জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম বলেন, “এ বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। কারণ বিষয়টি আমি ভালো করে জানি না। আগে জানি, তারপর কথা বলব।”

ঘটনার বিষয়ে জানতে চাইলে সিরাজুল হক বলেন, “আমাকে মারতে এসেছিল। আমি আমার নিরাপত্তার জন্য অস্ত্র নিয়ে গেছি। তারা আমার বড় ছেলেকে মেরেছে। আমার বাবার জমি দখল করে পার্টি অফিস করেছে। এক কোটি ২০ লাখ টাকা ভাড়া বাকি আছে, ভাড়া দেয় না।”

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2024
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com