যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া ৩২ দলের এই বছরের ক্লাব বিশ্বকাপ বিজয়ীরা সর্বোচ্চ ১২৫ মিলিয়ন ডলার পর্যন্ত প্রাইজমানি পেতে পারেন। বুধবার এই তথ্য জানিয়েছে ফিফা।
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এই মাসের শুরুতে ১৪ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত অনুষ্ঠিতব্য এই ইভেন্টের জন্য মোট ১ বিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা করেছিল, যা ক্লাবগুলোর আর্থিক নিয়ন্ত্রণের বর্তমান পরিস্থিতিতে উল্লেখযোগ্য।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এক বিবৃতিতে বলেছেন, 'ফিফা এই টুর্নামেন্টের জন্য কোনো তহবিল ধরে রাখবে না, কারণ সমস্ত রাজস্ব ক্লাব ফুটবলে বিতরণ করা হবে, এবং ফিফা তাদের রিজার্ভও স্পর্শ করবে না, যা ২১১টি ফিফা সদস্য সংস্থার মাধ্যমে বিশ্ব ফুটবল উন্নয়নের জন্য সংরক্ষিত।'
মোট ১ বিলিয়ন ডলারের প্রায় অর্ধেক ৩২টি ক্লাবের মধ্যে ভাগ করা হবে, ক্লাব প্রতি পরিমাণ ক্রীড়া এবং বাণিজ্যিক মানদণ্ডের উপর ভিত্তি করে নির্ধারিত হবে, যার মানে ম্যানচেস্টার সিটি এবং রিয়াল মাদ্রিদের মতো ক্লাবগুলি ইউরোপীয় ক্লাব অ্যাসোসিয়েশনের সঙ্গে ফিফা দ্বারা তৈরি একটি মডেল অনুসারে ছোট ক্লাবগুলির তুলনায় বেশি শতাংশ পাবে।
আরও ৪৭৫ মিলিয়ন ডলার পারফরম্যান্স-সম্পর্কিত ভিত্তিতে পুরস্কৃত করা হবে, যার মানে সম্ভাব্য সাতটি ম্যাচের মধ্যে সবচেয়ে বেশি জয়ী দল বেশি নগদ অর্থ পাবে, যেখানে সর্বোচ্চ ১২৫ মিলিয়ন ডলারের আর্থিক পুরস্কার জেতার সুযোগ আছে চ্যাম্পিয়ন ক্লাবের।
এদিকে ক্লাব বিশ্বকাপের নতুন আদলের কারণে খেলোয়াড়রা কম বিশ্রাম পাবেন বলে শঙ্কা প্রকাশ করেন হ্যারি কেইন, 'অবশ্যই এটি আরেকটি গ্রীষ্মকালীন ব্যস্ততা, যেখানে আপনি সত্যিই বিশ্রাম পাবেন না। আমি মনে করি আমরা এতে অভ্যস্ত হয়ে যাচ্ছি। আমরা আসলে এ বিষয়ে কিছুই করতে পারি না।'