বুধবার ৩০ এপ্রিল ২০২৫ ১৭ বৈশাখ ১৪৩২
বুধবার ৩০ এপ্রিল ২০২৫
 
সারাবাংলা
কুড়িগ্রাম সীমান্তে ভারত থেকে আসা ৫ শটগান ও গুলি জব্দ





কুড়িগ্রাম প্রতিনিধি
Saturday, 15 March, 2025
11:34 PM
 @palabadalnet

কুড়িগ্রাম সীমান্তে উদ্ধার করা অস্ত্র ও গুলি। ছবি: সংগৃহীত

কুড়িগ্রাম সীমান্তে উদ্ধার করা অস্ত্র ও গুলি। ছবি: সংগৃহীত

কুড়িগ্রাম: ভূরুঙ্গামারী সীমান্তে ভারত থেকে পাচার হয়ে আসা পাঁচটি শটগান ও গুলি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবী ইউনিয়নের দিয়াডাঙ্গা সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার নং ৯৮৫ এর সাব পিলার ৩-এর পাশ থেকে এসব আগ্নেয়াস্ত্র ও গুলি জব্দ করে দিয়াডাঙ্গা ক্যাম্পের টহলরত বিজিবির সদস্যরা।

শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহবুব-উল হক।

বিজিবি জানায়, রাতে মোহাম্মদ মাহবুব উল হকের নেতৃত্বে বিজিবি সদস্যরা ভারত থেকে বাংলাদেশ ঢোকা চোরাকারবারিদের ধাওয়া করে। চোরাকারবারি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ ফেলে পালিয়ে যান। বিজিবি সদস্যরা আগ্নেয়াস্ত্র, গুলি এবং একটি মোটরসাইকেল জব্দ করেন।

লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, চোরাকারবারিরা কোন দেশের নাগরিক তা নিশ্চিত হওয়া যায়নি।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2024
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com