পঞ্চগড়: নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পঞ্চগড় জেলা শাখার সভাপতি আবু হাসান মো. নোমান (৩২) নীলফামারীতে গ্রেফতার হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার ভোররাতে নীলফামারী সদর উপজেলার ধনীপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বিকলে পঞ্চগড়ের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক নাহিদা আক্তার জুলিয়েট জামিন নামঞ্জুর করে তাকে হাজতে পাঠানোর আদেশ দেন।
তিনি জানান, পঞ্চগড় পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে নীলফামারী র্যাব-১৩ এর একটি দল গ্রামে অভিযান চালিয়ে ভোররাত ১টার দিকে নোমানকে গ্রেফতার করে নীলফামারী পুলিশের কাছে হস্তান্তর করে। বিকেলে নোমানকে পঞ্চগড় আনা হয়।
গত বছরের ৫ আগস্ট নিখোঁজ হন স্থানীয় ইজিবাইকচালক আল আমিন। ওই ঘটনায় গত ১০ নভেম্বর আল আমিনের বাবা মনু মিয়া নোমানকে আসামি করে পঞ্চগড় সদর থানায় অপহরণ ও হত্যা মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে। এছাড়া আরও ১৯ জনের নাম উল্লেখ করে এবং ১৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।
এজাহার অনুসারে, পঞ্চগড় পৌর এলাকার দরজিপাড়ার বাসিন্দা আল আমিন গত ৫ আগস্ট সকালে বৈষম্যহীন ছাত্র আন্দোলনের কর্মসূচিতে যোগ দিতে বাড়ি থেকে বের হয়েছিলেন। ফেরার পথে আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকরা তার ওপর ধারালো অস্ত্র হাতে হামলা চালায়।
আল আমিনের পরিবার ১৪ আগস্ট পঞ্চগড় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিল।