বুধবার ২৬ মার্চ ২০২৫ ১২ চৈত্র ১৪৩১
বুধবার ২৬ মার্চ ২০২৫
 
জাতীয়
আগে স্থানীয় নির্বাচনের চান উপদেষ্টা আসিফ মাহমুদ





নিজস্ব প্রতিবেদক
Tuesday, 18 February, 2025
11:51 PM
Update: 18.02.2025
11:55:21 PM
 @palabadalnet

আসিফ মাহমুদ। ছবি:সংগৃহীত

আসিফ মাহমুদ। ছবি:সংগৃহীত

ঢাকা: সারা দেশে স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধি না থাকায় জেলা প্রশাসকদের ওপর জেলা পরিষদের দায়িত্বও অর্পিত হয়েছে। এ কারণে একজন ডিসির পক্ষে একাধিক দায়িত্ব সামলানো কঠিন হয়ে পড়ছে উল্লেখ করে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, তিনি ব্যক্তিগতভাবে মনে করেন আগে স্থানীয় সরকার নির্বাচন করার মাধ্যমে প্রকৃত জনপ্রতিনিধিদের নিয়ে আসা উচিত।

আজ মঙ্গলবার দুপুরে ঢাকায় জেলা প্রশাসক সম্মেলনের শেষদিনের কার্যক্রমে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, জাতীয় নাকি স্থানীয় পর্যায়ের নির্বাচন কোনটি আগে হবে তা নিয়ে ঐকমত্য কমিশনের সভায়ও আলোচনা হয়েছে। তবে এখনও সরকারের দিক থেকে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

“তবে খুব দ্রুতই একটা সিদ্ধান্ত আসবে ” যোগ করেন স্থানীয় সরকার উপদেষ্টা।

কোন পর্যায়ে নির্বাচন আগে হওয়া উচিত তা নিয়ে বিএনপির সঙ্গে মতবিরোধ রয়েছে জামায়াত এবং বৈষম্যবিরোধীদের।

গত ৮ জানুয়ারি ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের ভাইস-প্রেসিডেন্ট নিকোলা বিয়ারের সঙ্গে সাক্ষাতের সময় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনেরও প্রস্তুতি নিচ্ছে সরকার।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2024
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com