বৃহস্পতিবার ২৭ মার্চ ২০২৫ ১৩ চৈত্র ১৪৩১
বৃহস্পতিবার ২৭ মার্চ ২০২৫
 
বিনোদন
আসিফের কণ্ঠে ‘কষ্ট ভীষণ’





নিজস্ব প্রতিবেদক
Tuesday, 11 February, 2025
1:03 AM
 @palabadalnet

ভালোবাসা দিবসে আসছে দেশের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের কণ্ঠে ‘কষ্ট ভীষণ’। আহমেদ রিজভীর কাব্যমালায় গানটিতে সুর দিয়েছেন মনোয়ার হোসেন টুটুল। আর সংগীতায়োজন করেছেন পার্থ মজুমদার। গানটির ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। 

রূপগঞ্জের সুবর্ণভূমি গ্রামের মনোরম লোকেশনে চিত্রায়ন করে নির্মাণ করা হয়েছে গানটির ভিডিও। ভিডিওতে আসিফের সঙ্গে মডেল মৌরী মাহদী’র অনন্য এক রসায়ন দেখা যাবে। 

নতুন গান প্রসঙ্গে আসিফ বলেন, “গানটিতে দর্শক-শ্রোতারা অনেক নতুনত্ব পাবেন। রিজভী ভাইয়ের লেখা আর টুটুল ভাইয়ের সুরের সঙ্গে পার্থ দা’র সংগীতায়োজন নিঃসন্দেহে গানটিকে ভিন্নমাত্রা দিয়েছে। আর চন্দনের ভিডিওতে আমার আর মৌরী’র রসায়নতো আছেই। আশা করছি, ‘কষ্ট ভীষণ’ শ্রোতাদের ভ্যালেন্টাইন অন্যরকমভাবে রাঙিয়ে তুলবে।”

 গানটির মাধ্যমে ভালোবাসা দিবসে গানে গানে কষ্টের কথা শোনাবেন আসিফ। যে ভালোবাসার মানুষটিকে দেখলে হৃদয় হেসে ওঠে, সেই মানুষটি যখন কাছে টেনে যত্ন করে কাঁদিয়ে চলে যায় তখন হৃদয়ে আর বসন্ত থাকে না, ওঠে বৈশাখী ঝড়। চেনা মানুষটির এই অচেনা রূপ মেনে নেয়া যে কতোটা কষ্টের, সেই কথাই উঠে এসেছে আসিফ আকবরের নতুন এই গানে। ধ্রুব মিউজিক স্টেশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে ‘কষ্ট ভীষণ’ গানটির ভিডিও।

পালাবদল/এসএফ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2024
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com