হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আবদুল মজিদ খান। ছবি: সংগৃহীত
হবিগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আবদুল মজিদ খানকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার রাতে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে তাকে আটক করা হয়।
সোমবার রাতে এক খুদে বার্তায় এ তথ্য জানিয়েছে ডিবি।
হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসন থেকে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন আবদুল মজিদ খান। সর্বশেষ ২০২৪ সালের নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাননি তিনি। দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন।