
যৌথ বাহিনীর চেকপোস্ট। ছবি: সংগৃহীত
গাজীপুর: জেলার পাঁচটি থানায় রাতভর সাড়াশি অভিযান চালিয়ে আওয়ামী লীগের ৪০ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে গাজীপুর জেলা পুলিশ।রোববার গাজীপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. জাবের সাদেক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গতকাল থেকে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে এখন পর্যন্ত ৪০ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা আওয়ামী লীগের নেতাকর্মী বলে তিনি জানান।
তাদের অনেকের বিরুদ্ধে আগেই মামলা দায়ের হয়েছে। আবার আটকদের বিরুদ্ধে নতুন করে মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে বলেও জানান মি. সাদেক।
শুক্রবার রাতে গাজীপুরে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার কারণে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের ঘোষণা দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
শনিবার রাত থেকেই সাড়াশি অভিযান শুরু করে যৌথ বাহিনী। গাজীপুরের গুরুত্বপূর্ণ মোড়ে টহল জোরদার করা হয়
পুলিশ, সেনাবাহিনী, র্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাতভর অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করেছে। যা এখনো চলমান আছে।
পালাবদল/এসএ