বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১ ফাল্গুন ১৪৩১
বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি ২০২৫
 
মিডিয়া
ফ্যাসিবাদের সময়েও সাহস করে কথা বলেছে যুগান্তর: মির্জা ফখরুল





নিজস্ব প্রতিবেদক
Saturday, 1 February, 2025
9:51 PM
 @palabadalnet

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা: আওয়ামী লীগের বিগত ১৬ বছরের শাসনকালে বাকস্বাধীনতা কেড়ে নেওয়ার কথা তুলে ধরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যেই সময়ে ফ্যাসিবাদ মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল, সেই সময়ে দৈনিক যুগান্তর সাহস করে অনেক কথা বলেছে, কথা বলার চেষ্টা করেছে। সেজন্য যুগান্তরকে আন্তরিক ধন্যবাদ। 

রাজধানীর যমুনা ফিউচার পার্ক কনভেনশন সেন্টারের মুঘল হলে শনিবার দৈনিক যুগান্তরের রজতজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। 

বক্তব্যের শুরুতেই মির্জা ফখরুল যুগান্তরের প্রয়াত স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের বাবুলের আত্মার মাগফিরাত কামনা করেন। বলেন, তিনি (নুরুল ইসলাম) সারাজীবন পরিশ্রম করে যুগান্তর ও যমুনা টিভি প্রতিষ্ঠা করে স্বাধীন গণমাধ্যমের অগ্রযাত্রায় উল্লেখযোগ্য অবদান রেখেছেন। 

মির্জা ফখরুল আশা করেন, যুগান্তর তার চরিত্র অক্ষুণ্ন রেখে গণতন্ত্র রক্ষায় আগামী দিনেও ভূমিকা রাখবে। 

মির্জা ফখরুল আরও বলেন, বাংলাদেশের মানুষ সবসময় গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, লড়াই করেছে। মানুষ ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ করেছে গণতন্ত্রের জন্য। বাংলাদেশের মানুষ ২০২৪-এ প্রাণ দিয়েছে স্বাধীনতার জন্য, স্বাধীনভাবে কথা বলার জন্য। 

দীর্ঘ ২৫ বছরের যাত্রায় যুগান্তর দেশের মানুষের পক্ষে কথা বলায় মির্জা ফখরুল যুগান্তরের প্রকাশক, সম্পাদক, মালিকপক্ষ, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানান। 

যমুনা গ্রুপ চেয়ারম্যান ও যুগান্তর প্রকাশক অ্যাডভোকেট সালমা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিদের অংশগ্রহণে মিলনমেলায় পরিণত হয়। শুভেচ্ছা জানাতে আসেন অন্তর্বর্তী সরকারের নৌপরিবহণ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন, পরিবেশ বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

যুগান্তরের ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে অংশ নিয়ে আরও শুভেচ্ছা জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, হেফাজত ইসলামের মহাসচিব আল্লামা মামুনুল হক, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, গণঅধিকার পরিষদের রাশেদ খান, বাংলাদেশ এলডিপির শাহাদাত হোসেন সেলিম প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম, যমুনা গ্রুপ পরিচালক মনিকা নাজনীন ইসলাম, রোজালিন ইসলাম, সোনিয়া সারিয়াত ইসলাম, এসএম আব্দুল ওয়াদুদ, যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদার ও যমুনা টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদ প্রমুখ।

চরম কঠিন সময়ে নির্যাতিত মানুষের পাশে ছিল যুগান্তর: জামায়াত সেক্রেটারি

ফ্যাসিবাদী শাসন আমলে একটি দীর্ঘ সময় কারাগারে ছিলেন বলে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ব্যতিক্রমী পত্রিকা হিসেবে আমরাও যুগান্তরকে কাছে পেয়েছি। চরম কঠিন সময়ে নিপীড়িত-নির্যাতিত মানুষের কণ্ঠ হিসেবে অনেকখানি আন্দোলনকারী ফ্যাসিবাদীবিরোধী জনতার পাশে ছিল যুগান্তর।

তিনি আশা করেন, নতুন বাংলাদেশ নির্মাণে আমাদের হাজার হাজার ছাত্রজনতার এই রক্তদান, আন্দোলনে আহতদের ক্ষত চিহ্ন নিয়ে যারা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছে। আশা করি সেই স্বপ্নের পথে নিজেকে রূপান্তর ঘটিয়ে যুগান্তর নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় ইতিহাসের অংশ হয়ে থাকবে।

গণঅভ্যুত্থানে যুগান্তরের ভূমিকা কৃতজ্ঞচিত্তে স্মরণ করব: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গণঅভ্যুত্থানের সময় যুগান্তরের ভূমিকার কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করব। যুগান্তর মেধাবী সাংবাদিকতা করেছে। ওই সময়ে (জুলাই-আগস্ট) আমরা যারা ইন্টারন্যাশনাল মিডিয়াতে কাজ করেছি, যুগান্তর থেকে সংবাদ পেয়েছি। যুগান্তর প্রথমে নিউজটা করত। আমরা সেটাকে সোর্স হিসেবে কাজে লাগিয়ে আরও কতটা যুক্ত করে বিদেশে দেওয়া যায়, সেই রিপোর্টগুলো করতাম।

শফিকুল আলম বলেন, ২৫ বছরে যুগান্তরের অর্জন, ইমেজ এবং একটা বড় বৈশিষ্ট্য ছিল- গত ১৫ বছরে স্বৈরাচারের সময় যুগান্তর তার সক্রিয়তা, স্বাধীনতা অনেকাংশে ধরে রেখেছিল। যদিও এটা অনেক কষ্টসাধ্য ছিল, কিন্তু তারা (যুগান্তর) এটা করেছে। আমরা মনে করি, বাংলাদেশের স্বাধীনতাকে অক্ষুণ্ন রাখতে ভালো জার্নালিজমের কোনো তুলনা নেই। আমরা চাই যুগান্তর সেই ভালো সাংবাদিকতা চালিয়ে যাক। দেশকে আরও বেশি ব্রিলিয়ান্ট রিপোর্ট উপহার দিক।

তিনি বলেন, সম্প্রতি পাশের দেশের মিডিয়াগুলো বাংলাদেশকে টার্গেট করে প্রচুর রিপোর্ট করছে। আমাদের যারা জার্নালিজম করছেন, তারা এটাকে লক্ষ্য করছেন না। আপনার চোখের সামনে আপনার দেশকে আন্তর্জাতিকভাবে তারা কাঠগড়ায় দাঁড় করিয়ে দিতে চাচ্ছে। তারা এটা প্রতিষ্ঠা করতে চাচ্ছে যে, এ দেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। এটা তারা প্রতিনিয়ত করে। আমাদের সার্বভৌমত্বের বিপরীতে ভয়ানক হুমকি। আমাদের সবারই এ বিষয়ে ভাবা উচিৎ। আশা করি এ বিষয়ে মুখ্য ভূমিকা রাখবে যুগান্তর।  

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2024
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]