বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১ ফাল্গুন ১৪৩১
বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি ২০২৫
 
রাজধানী
হাজারীবাগে চামড়ার গোডাউনে আগুন, আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে





Friday, 17 January, 2025
9:01 PM
 @palabadalnet

সাততলা ভবনের পাঁচতলায় চামড়ার গোডাউনে আগুন লেগেছে। ছবি: ফায়ার সার্ভিস

সাততলা ভবনের পাঁচতলায় চামড়ার গোডাউনে আগুন লেগেছে। ছবি: ফায়ার সার্ভিস

রাজধানীর হাজারীবাগে  সাততলা ভবনের পাঁচতলায় চামড়ার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে এসেছে।

আজ শুক্রবার ২টা ১৪ মিনিটের দিকে এ আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

প্রায় আড়াই ঘণ্টার চেষ্টার পর বিকেল পৌনে ৫টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

ফায়ার সার্ভিস সদর দপ্তর জানায়, আগুন নেভাতে তাদের ১০টি ইউনিট কাজ করে।

উদ্ধারকাজ পরিচালনায় ঘটনাস্থলে এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2024
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]