বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪ ২১ অগ্রহায়ণ ১৪৩১
বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪
 
জাতীয়
নিষিদ্ধ ছাত্রলীগকে রাস্তায় নামতে দেওয়া হবে না: ডিএমপি কমিশনার





Sunday, 10 November, 2024
1:46 AM
Update: 10.11.2024
1:49:29 AM
 @palabadalnet

 ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান। ফাইল ছবি

ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান। ফাইল ছবি

ঢাকা: ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের জমায়েত হওয়ার ডাককে কেন্দ্র করে জিরো পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বৃদ্ধি করা হয়েছে গোয়েন্দা নজরদারি। দলটির রোববারের এ কর্মসূচি প্রতিহত করার ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। 

এ বিষয়ে ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান বলেন, কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন করলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আমাদের পর্যাপ্ত ফোর্স থাকবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ছাত্রলীগ নিষিদ্ধ। তাদের রাস্তায় নামতে দেওয়া হবে না। 

জানা গেছে, শনিবার আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে রোববার রাজধানীর জিরো পয়েন্টের নূর হোসেন চত্বরে নেতাকর্মীদের সমবেত হতে বলা হয়েছে। এ কর্মসূচির বিষয়ে ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান যুগান্তরকে বলেন, রোববার ঢাকা শহরের আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক নিরাপত্তার জন্য আমাদের পর্যাপ্ত ব্যবস্থা থাকবে।

অতিরিক্ত কোনো ফোর্স থাকবে কিনা জানতে চাইলে তিনি বলেন, শুধু জিরো পয়েন্ট না, ঢাকা শহরে আমাদের সবসময় যে নিরাপত্তা থাকে তা পর্যাপ্ত থাকবে।   

উত্তেজনাকর পরিস্থিতিতে শনিবার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা শাখার (ডিবি) শীর্ষ কর্মকর্তারা বৈঠক করেছেন। বৈঠকে ঢাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে গোয়েন্দা পুলিশের করনীয় নির্ধারণ করা হয়েছে। 

বৈঠক শেষে রাত সাড়ে ৯টার দিকে ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন,  রোববারের বিষয়ে গোয়েন্দা কর্মকর্তাদের নিয়ে মিটিং করেছি। আমরা সতর্ক অবস্থায় আছি। কোনো রকম নাশকতা বরদাশত করা হবে না। শান্তিপূর্ণ এলাকা থাকবে পুরো ঢাকা শহর।

এদিকে রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে গণজমায়েত কর্মসূচির ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ‘পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে’ রোববার দুপুর ১২টায় জিরো পয়েন্টে গণজমায়েত করার ঘোষণা দিয়েছে সংগঠনটি। শনিবার রাত ৮টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের  ফেসবুক পেজে এই কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। 

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2024
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]