বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪ ২১ অগ্রহায়ণ ১৪৩১
বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪
 
জাতীয়
উঠে গেছে ইলিশ শিকারে নিষেধাজ্ঞা





নিজস্ব প্রতিবেদক
Monday, 4 November, 2024
1:21 PM
 @palabadalnet

ঢাকা: রোববার রাত ১২টার পর সাগর ও নদীতে মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হওয়ায় মধ্যরাত থেকেই, ট্রলার আর নৌকা নিয়ে নদীতে জাল ফেলা শুরু করেছেন জেলেরা।

টানা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে নদী-সাগরে মাছ ধরতে শেষ এক সপ্তাহজুড়েই প্রস্তুতি চলছিলো জেলে পাড়ায়।

জেলেরা গণমাধ্যমকে জানান- নিষেধাজ্ঞা চলাকালে সরকারি চাল পেলেও, ধার-দেনায় দিন কেটেছে তাদের। এবারে ইলিশ শিকার করতে পারলে ধারদেনা পরিশোধ করতে পারবেন বলে আশা তাদের।

জাটকা সংরক্ষণ ও মা ইলিশ রক্ষায় গত ১৩ অক্টোবর থেকে ৩রা নভেম্বর পর্যন্ত সাগর ও নদীতে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলো সরকার। এসময় মাছ আহরণ, পরিবহন ও বিপণন নিষিদ্ধ ছিল।

এ মৌসুমে বৃষ্টি আর নদীতে পানির চাপ থাকায় ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2024
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]