বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪ ২১ অগ্রহায়ণ ১৪৩১
বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪
 
রাজনীতি
আমাদের অপরাধী বানানো হচ্ছে: জিএম কাদের





নিজস্ব প্রতিবেদক
Friday, 1 November, 2024
8:17 PM
 @palabadalnet

সংবাদ সম্মেলনে কথা বলেন জাপা চেয়ারম্যান জিএম কাদের। ছবি: সংগৃহীত

সংবাদ সম্মেলনে কথা বলেন জাপা চেয়ারম্যান জিএম কাদের। ছবি: সংগৃহীত

ঢাকা: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, জীবনের ঝুঁকি থাকলেও জাতীয় পার্টি অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবে।

আজ শুক্রবার বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামীকাল শনিবার নগরীর কাকরাইলে সমাবেশ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন জাপা চেয়ারম্যান।

সকাল ১১টায় কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা।

গতকাল সন্ধ্যায় কাকরাইলে জাপা কার্যালয়ে অগ্নিকাণ্ড ও ভাঙচুরের ঘটনার পর আজ এ সংবাদ সম্মেলন করেন জিএম কাদের।

তিনি বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গতকাল সন্ধ্যায় কাকরাইলে জাপার কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। ওই সময় দলের নেতাকর্মীরা শনিবারের সমাবেশের প্রস্তুতির কাজ করছিলেন।”

এ ঘটনার নিন্দা জানিয়ে ও বিচার দাবি করে দলের নেতাকর্মীদের উদ্দেশে জিএম কাদের বলেন, “শনিবারের নির্ধারিত কর্মসূচি চলবে। ভয় পেয়ো না, যে যেখানে আছো। প্রয়োজনে আমরা মরতে প্রস্তুত। কতজনকে তারা মারে, আমরা দেখতে চাই।”

তিনি বলেন, “আমরা কোনো অপরাধ করিনি। আমাদের অপরাধী বানানো হচ্ছে। আমাদের আওয়ামী লীগের সহযোগী বলা হচ্ছে, কিন্তু কেন করা হচ্ছে আমরা জানি না...আমরা এ ধরনের অন্যায় অপবাদ মেনে নেবো না।”

“বৈষম্যবিরোধী আন্দোলনে আমরা সক্রিয়ভাবে অংশ নিয়েছি। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য কথা বলেছি, দোয়া করেছি। আন্দোলন সফল করার জন্য আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করেছি,“ যোগ করেন তিনি। 

জাপা চেয়ারম্যান বলেন, “আমাদের প্রধান উপদেষ্টা, যাকে আমরা আমাদের অভিভাবক মনে করেছি, তার অফিস থেকে যখন আমাদের নামে অপবাদ দেওয়া হলো এবং তিনি এটার প্রতিবাদ করলেন না, তখন আমরা মর্মাহত হলাম।”

দেশের বর্তমান অবস্থা নিয়ে হতাশা প্রকাশ করে জিএম কাদের বলেন, “অনেক আশা করে আমরা এই আন্দোলনে অংশ নিয়েছিলাম। আন্দোলনের ফসল কি সত্যিকার অর্থে পাচ্ছি? দেশ বিভক্ত হয়ে গেছে। মনে হচ্ছে কিছু লোক দেশ দখল করে ফেলেছে। কে দোষী, কে নির্দোষ, সেটা তারাই ঠিক করে দিচ্ছেন। শেখ হাসিনাও এভাবে দেশকে বিভক্ত করেছিলেন।” 

“তারা আমাদের অফিস ভেঙে দিবেন, আগুন জ্বালিয়ে দিবেন, কোনো বিচার হবে না। হাজার হাজার মামলা হচ্ছে নিরপরাধ লোকের বিরুদ্ধে,” বলেন তিনি।

প্রধান উপদেষ্টা ড. ইউনূসের প্রতি আহ্বান জানিয়ে জাপা চেয়ারম্যান বলেন, “আপনি আমাদের অভিভাবক। আপনি আমাদের সবাইকে সমান চোখে দেখেন। দোষ-ত্রুটি সবার আছে। যদি দোষ থাকে তাহলে বিচার করে শাস্তি দেন।”

সংবাদ সম্মেলনে জাপা মহাসচিব মো. মুজিবুল হক, প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর শিকদার, শেরীফা কাদেরসহ জাতীয় পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2024
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]