তাড়াশ উপজেলা চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনিকে ঢাকার ধানমন্ডি থেকে গ্রেফতার করেছে র্যাব। ছবি: সংগৃহীত
ঢাকা: হত্যাচেষ্টা মামলায় সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সাবেক চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে র্যাব-২ ও র্যাব-১২ এর যৌথ অভিযানে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে আজ এক বার্তায় জানিয়েছে র্যাব-২।
মনির বিরুদ্ধে সিরাজগঞ্জের তাড়াশ থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলা আছে।