বুধবার ২৫ জুন ২০২৫ ১১ আষাঢ় ১৪৩২
বুধবার ২৫ জুন ২০২৫
 
বিনোদন
অপূর্ব-ফারিণ প্রথমবার একসঙ্গে ওয়েবফিল্মে





নিজস্ব প্রতিবেদক
Wednesday, 16 October, 2024
11:30 PM
 @palabadalnet

অপূর্ব ও ফারিণ। ছবি: সংগৃহীত

অপূর্ব ও ফারিণ। ছবি: সংগৃহীত

ঢাকা: জিয়াউল ফারুক অপূর্ব ও তাসনিয়া ফারিণ প্রথমবার কোনো ওয়েবফিল্ম অভিনয় করছেন। 

কাজল আরেফিন অমি পরিচালিত 'হাউ সুইট' ওয়েবফিল্মে তাদের একসঙ্গে দেখা যাবে। 

এটি প্রযোজনা করছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ। আজ বুধবার ১৬ অক্টোবর এক সংবাদ সম্মলনে আনুষ্ঠানিক ঘোষণা আসতে যাচ্ছে। 

এই ওয়েবফিল্ম সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, 'হাউ সুইট' ওয়েব ফিল্মে কেন্দ্রীয় চরিত্রে থাকছেন এই দুজন অভিনয়শিল্পী। আগামী ভালোবাসা দিবসে এটি মুক্তি পাবে এটি।

এর আগে, অপূর্ব ও তাসনিয়া ফারিণ জুটি হয়ে কাজল আরেফিন অমি পরিচালিত 'হঠাৎ দেখা' নাটকে অভিনয় করেছিলেন। ফারিণ এই পরিচালকের 'অসময়' ওয়েবফিল্মে অভিনয় করেছিলেন। 

সবশেষ অপূর্বকে দেখা গেছে হইচইয়ের 'গোলাম মামুন' ওয়েবসিরিজে। এদিকে তাসনিয়া ফারিণ অভিনীত ওয়েবসিরিজ 'চক্র' আইস্ক্রিনে মুক্তি পেয়েছে।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com