ঢাকা: মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা পুনর্গঠন করেছে সরকার।
তদন্তে ১০ জন কর্মকর্তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।
অ্যাডিশনাল ডিআইজি (অবসরপ্রাপ্ত) মাজহারুল হককে সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। এতে মি. হক ছাড়াও বাংলাদেশ পুলিশের আরো একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা আছেন। বাকিরা চাকরিরত পুলিশ কর্মকর্তা।
জুলাই-অগাস্টের আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনা বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ পর্যন্ত একাধিক মামলা হয়েছে।